স্কটল্যান্ডের পুরুষ নাগরিকদের ট্র্যাডিশনাল পোশাক স্কার্ট। এ বার সেই স্কার্টেই নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করলেন রণবীর সিংহ।
হ্যাঁ, অবাক হওয়ারই কথা। বলিউড তারকা স্কার্ট পরে পার্টিতে!
সম্প্রতি ভারতের ৫০ জন এই প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি অ্যাওয়ার্ড শো-তে ডাক পেয়েছিলেন রণবীর সিংহ। সেখানেই স্কার্ট পরে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেতা।
আরও পড়ুন, আপনি কি শাহরুখ ‘স্পাইডারম্যান’ খানকে দেখেছেন?
বরাবরই নিজের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর আকাশছোঁয়া ‘এনার্জি লেভেল’-এর জন্যও বি-টাউনের যথেষ্ট আপন রণবীর। এক বার একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার ছবি শুট করার সময় নাকে নথ পরেছিলেন এই ফ্যাশনিস্তা। সম্প্রতি ‘ঠগস্ অব হিন্দোস্তান’-এর লুকেও আমির খানকে কানে দুল পড়তে দেখা গিয়েছে। আর শরীরজুড়ে ট্যাটু তো এখন ‘কমন’। তবে স্কার্ট পরার নমুনা হয়তো এটাই প্রথম।
' !
' !
হ্যাটস অফ, রণবীর!
সম্প্রতি নিজের সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা। রণবীরের ছবি শেয়ার করেছে যশ রাজ ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।!🙈🙈🙈
Noooooooo!🙈🙈🙈 https://t.co/kAHhvWuqqK
— Mastani (@deepikapadukone) July 8, 2017
সম্প্রতি নিজের সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা। রণবীরের ছবি শেয়ার করেছে যশ রাজ ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।
আর রণবীরের এই পোশাক দেখে লজ্জায় মুখ ঢেকে ‘নো’ টুইট করেছেন দীপিকা।