গোলাপি শাড়ি। ব্যাকলেস ব্লাউজের আলাদা লুকে নায়িকা। সোজা ক্যামেরায় তাকিয়ে প্রশ্ন করলেন, ‘হ্যালো, আমাকে চিনতে পারছেন?’
এই নায়িকাকে তো দর্শক বিলক্ষণ চেনেন। ইনি প্রিয়ঙ্কা সরকার। তা হলে নতুন করে এই প্রশ্ন কেন করছেন তিনি?
আসলে ওয়েব সিরিজ ‘হ্যালো’তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন প্রিয়ঙ্কা। এ বার ‘হ্যালো’ সিজন টু-এর পালা। তারই প্রোমোশনে সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। সেখানেই এই প্রশ্ন করছেন অভিনেত্রী।
আরও পড়ুন, ঋতাভরীর মুকুটে জোড়া পালক, সুখবরটা কী, জানেন?
‘হ্যালো’ সিজন ওয়ানে পোশাক হোক বা চরিত্র, সাহসী প্রিয়ঙ্কাকে দেখেছিলেন দর্শক। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। ওই সিজনে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাইমা সেন, জয় সেনগুপ্ত প্রমুখ।
আরও পড়ুন, ‘এয়েচো?...’ শব্দচয়নে ট্রোলড দিতিপ্রিয়া!
শুটিংয়ের শুরুতেই প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘‘হ্যালো সিজন টু নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার কেরিয়ারে। দর্শকের যে ভালবাসা পেয়েছি সিজন ওয়ানে সিজন টু-এও সেটা পাব আশা করছি।’’ সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় দ্বিতীয় সিজনও প্রথমটির মতোই দর্শকদের ভালবাসা পাবে বলে আশাবাদী গোটা টিম।
#Hello again... Remember me?
— Hoichoi (@hoichoitv) November 8, 2018
Season 2 Coming soon | Stay tuned for the details. @PriyankasarkarB @SVFsocial pic.twitter.com/6ql7MmczwQ
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)