পরদেশ গার্লকে মনে পড়ে?
হুম। সুভাষ ঘাইয়ের পরদেশ গার্ল। আরও বিশদে বললে তিনি শাহরুখ খানের পরদেশ গার্ল।
তিনি মহিমা চৌধুরি। শাহরুখের বিপরীতে ‘পরদেশ’ দিয়েই বড়পর্দায় ডেবিউ হয় তাঁর।
কিন্তু সেই পরদেশ গার্লকে এখন কেমন দেখতে হয়েছে জানেন? এখনও কী অভিনয় করেন মহিমা?
মহিমা যাঁর আসল নাম ঋতু চৌধুরি, দীর্ঘদিন পরে চলতি বছরে ফিরেছেন সিনেপর্দায়। সৌজন্যে ‘ডার্ক চকোলেট’। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিনা বোরা হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক। আর মহিমা ওই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিন কেরিয়ারে ব্রেক নিয়েছিলেন মহিমা। নিন্দুকেরা বলেন, কোনও ছবি পাচ্ছিলেন না নায়িকা। কিন্তু ‘ডার্ক চকোলেট’ ফের নিজেকে প্রমাণ করলেন তিনি। নীচের ছবিতে দেখুন এখন মহিমাকে ঠিক কেমন দেখতে।
মহিমা এখন যেমন। ‘ডার্ক চকোলেট’ ছবিতে নায়িকা। ছবি: ইউটিউবের সৌজন্যে।
আরও পড়ুন, ‘রাম তেরি গঙ্গা মইলি’র মন্দাকিনীকে এখন কেমন দেখতে?