টলিউডে রিয়া চক্রবর্তী। শনিবার সকাল-সকাল আনন্দবাজার অনলাইনকে জানালেন প্রযোজক রানা সরকার। ২জুলাই রিয়ার জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে, টুইটে করে রানা লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’
তবে কি বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রীর? রানার এই টুইট কি তেমনই কোনও আভাস দিচ্ছে? আনন্দাবাজার অনলাইনকে তিনি বলেন, “হ্যাঁ, আমি পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এই দু’দিন হল। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আমি মনে করি ওঁর কোনও দোষ ছিল না। মুম্বইয়ে তো তেমন কেউ কোনও কাজও দিচ্ছে না রিয়াকে। কলকাতায় ছবি করতেই পারে।”