Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

শব্দবাজির বিরুদ্ধে রিচার বোমা!

শব্দবাজি পুড়িয়ে দিওয়ালি উদ্‌যাপন কি খুবই জরুরি? প্রশ্ন তুললেন রিচা চাড্ডা। ঠোঁটকাটা বলে এমনিতেই বেশ ‘সুনাম’ রিচার। নিজের ফিল্মের চরিত্রের মতোই বেশ একটা ডেয়ারডেভিল অ্যাটিটিউড রয়েছে তাঁর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১৯:৩২
Share: Save:

শব্দবাজি পুড়িয়ে দিওয়ালি উদ্‌যাপন কি খুবই জরুরি? প্রশ্ন তুললেন রিচা চাড্ডা। ঠোঁটকাটা বলে এমনিতেই বেশ ‘সুনাম’ রিচার। নিজের ফিল্মের চরিত্রের মতোই বেশ একটা ডেয়ারডেভিল অ্যাটিটিউড রয়েছে তাঁর। বলিউডের তাবড় স্টারেরা যখন দিওয়ালি উদ্‌যাপনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন, তখন বেশ কড়া ভাষায় নিজের মনের কথা বলে ফেললেন রিচা।

বাজি পোড়ানোর বিরুদ্ধে টুইটারে বেশ কতগুলো ‘কড়া’ কমেন্ট করেছেন রিচা। টুইটে তাঁর কটাক্ষ: “গত কাল যাঁরা শব্দবাজি পুড়িয়েছেন, তাঁরা আসলে নিজেদের মৃত্যুকামনাই করেছেন। আমাদের কীসের প্রয়োজন বেশি, অক্সিজেন না কিছু ক্ষণের জন্য আলো আর ধোঁয়া?”

রিচার এই টুইটের পরই অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একের পর এক কমেন্টের বন্যা বইতে থাকে। তবে তাতেও দমে যাননি। ‘ফুকরে’র ভোলি পঞ্জাবনের মতোই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সে সব মন্তব্য। বলেছেন, “প্লিজ! বাজি পুড়িয়ে বয়স্ক, শিশু, পশুপাখি, হাঁপানি রোগী আর পরিবেশের ক্ষতি করবেন না!” এতেও থেমে থাকেননি তিনি। একটু পলিটিক্যাল টুইস্ট দিয়ে বলেছেন, “শব্দবাজি=শব্দ+বায়ু দূষণ+অশ্লীলতা। সুতরাং যদি শব্দবাজি ফাটান তা হলে আপনি স্বচ্ছ ভারত অভিযানের বিরুদ্ধে! তাই না!”

আরও পড়ুন

আমিরের বিচারে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ সেরা কে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Richa Chadda Crackers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE