Advertisement
২১ মার্চ ২০২৩
Richa Chadda

সম্পর্ক নিয়ে সাহসী রিচা

গত এপ্রিল মাসেই বিয়ে হওয়ার কথা ছিল আলি ও রিচার কিন্তু অতিমারির জন্য সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এর মধ্যে আলির মা মারা যান। আগামী বছরে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন।

আলি-রিচা

আলি-রিচা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ০৪:৩২
Share: Save:

অভিনেত্রী রিচা চড্ডা বরাবরই স্পষ্টবক্তা। সম্প্রতি একটি নামী গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেখানে হিন্দু-মুসলমান দুই আলাদা সম্প্রদায়ের বিবাহ নিয়ে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ টেনেছে সোশ্যাল মিডিয়ার একাংশ। সংস্থা বাধ্য হয়ে বিজ্ঞাপনটি তুলে নিয়েছে। সে প্রসঙ্গে রিচা তাঁর আর আলি ফজ়লের সম্পর্ক তুলে ধরেছেন। বলেছেন, ‘‘আমার জীবনটাও কিন্তু ওই বিজ্ঞাপনের মতো। আলির পরিবারের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। ওই প্রেমহীন মানুষগুলোর জন্য খারাপ লাগে, যারা অন্যের বিবাহিত সম্পর্ক নিয়ে খুঁত ধরে।’’

গত এপ্রিল মাসেই বিয়ে হওয়ার কথা ছিল আলি ও রিচার কিন্তু অতিমারির জন্য সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এর মধ্যে আলির মা মারা যান। আগামী বছরে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন। রিচা বলছেন, ‘‘এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া ঠিক নয়। ভ্যাকসিন বাজারে আসার পরেই এই ধরনের অনুষ্ঠান করা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.