জানুয়ারির প্রথম সপ্তাহ শুরু হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো ওয়েব সিরিজ়ের সমাপ্তি দিয়ে। সিরিজ়ের নেপথ্যের কাহিনি নিয়েও একটি তথ্যচিত্র নিয়ে এসেছে ডাফার ব্রাদার্স। এই সিরিজ়ের রেশ থেকে এখনও বেরোতে পারছে না ওটিটি-প্রেমীরা। তবে আসন্ন কয়েক দিনে ওটিটিতে রয়েছে থ্রিলার ও ভৌতিক সিরিজ় শুরু করে হাসির ছবি। কোনটি কবে মুক্তি পাচ্ছে?
তস্করি: দ্য স্মাগলার্স ওয়েব: নীরজ পাণ্ডের পরিচালনায় রয়েছে ‘আ ওয়েডনেসডে’, ‘এমএস ধোনি’, ‘স্পেশাল ২৬’-এর মতো ছবি। তাই এই ওয়েব সিরিজ় ঘিরে আশায় দর্শক। ‘হক’ ছবিটি ওটিটি জগতে সাড়া ফেলেছে। অভিনয়ে নজর কেড়েছেন ইমরান হাশমী। এই সিরিজ়েও তিনিই মুখ্য ভূমিকায়। তিনি যে তাঁর ছবির ধারা বদলেছেন, তা এতেই স্পষ্ট। আন্তর্জাতিক মাদকচক্রকে কেন্দ্র করে রহস্যে মোড়া এই ওয়েব সিরিজ় নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বুধবার, ১৪ জানুয়ারি।
নিকষছায়া ২: বাংলা ওটিটি-প্রেমীদের কাছে জানুয়ারি মাসের অন্যতম আকর্ষণ ‘নিকষছায়া ২’। গত সিজ়নে পরিচালক ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সিরিজ় পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। সিরিজ়ের কেন্দ্রে তান্ত্রিক-অধ্যাপক ‘ভাদুড়িমশাই’। শীতের মরসুমে বাঙালির জন্য যথাযথ এই সিরিজ়। হইচই-তে মুক্তি পাচ্ছে আগামী ২৩ জানুয়ারি।
১২০ বাহাদুর: সেনাবাহিনী, যুদ্ধ করে শত্রুকে দমন, এই বিষয়গুলি নিয়ে পর পর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে বলিউডে। সেগুলি বেশ সফলও। এ বার ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধকে প্রেক্ষাপটে রেখে তৈরি হওয়া ছবি ওটিটি-তে মুক্তি পাচ্ছে। কী ভাবে ১২০ জন সেনা জওয়ান এই যুদ্ধে শামিল ছিলেন, সেই ঘটনা উঠে আসবে। মুখ্য চরিত্রে রয়েছেন ফারহান আখতার। অভিনয় করেছেন রাশি খন্নাও। পরিচালনা রজনীশ ঘাইয়ের। এর আগে তাঁর পরিচালিত ‘ধকড়’ অসফল হয়। এই ছবিও বড় পর্দায় সাড়া ফেলেনি। প্রাইম ভিডিয়োয় ছবিটি মুক্তি পাবে ১৬ জানুয়ারি।
আরও পড়ুন:
দ্য রিপ: হলিউডের এই অ্যাকশন থ্রিলারের অপেক্ষায় দর্শক। বেন অ্যাফলেক, ম্যাট ড্যামনের মতো অভিনেতাদের লড়াইয়ের দৃশ্য দেখতে মুখিয়ে তাঁরা। ছবির পরিচালক জো কারনাহন। নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি।
হাইজ্যাক সিজ়ন ২: প্রথম সিজ়নে বিমান হাইজ্যাকের প্রসঙ্গ ছিল। এ বারের সিজ়নে রয়েছে একটি ট্রেন। সিরিজ়ের কেন্দ্রে ইদ্রিস আলবা অভিনীত চরিত্র স্যাম নেলসন। প্রথম সিজ়নে হাইজ্যাকের নেপথ্যের তদন্তভার ছিল। সেই অতীতের ভয়ঙ্কর স্মৃতি সঙ্গে নিয়ে এ বার তার কাঁধে নতুন দায়িত্ব। অ্যাপল টিভিতে ১৪ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজ়।
মস্তি ৪: রহস্য-রোমাঞ্চের মাঝে হাসাবে বলিউডের এই ছবি। প্রথম তিনটি ভাগও সাড়া ফেলেছিল। তবে এই ছবিগুলি নিয়ে বিতর্কও কম হয়নি। রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি ও বিবেক ওবেরয়কে তিন বন্ধুর চরিত্রে দেখা যায়। বড়পর্দায় সেই ভাবে সাড়া না ফেললেও ওটিটি-তে এই ছবি কেমন ফল করে তা দেখার। জ়ি ফাইভে ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।