Advertisement
০৫ অক্টোবর ২০২৩
Cinema

বন্ধু চল

নবারুণ ভট্টাচার্যের কাহিনি নিয়ে তৈরি এই ২৮ মিনিটের ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আপাতত।

ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা, রাজর্ষি

ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা, রাজর্ষি

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ০০:২৭
Share: Save:

চার বন্ধু, আর ছবি তৈরি ঘিরে তাঁদের উৎসাহ— অফিশিয়ালি একটা প্রোডাকশন টিম খুলে ফেলার জন্য এই-ই যথেষ্ট ছিল ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর রাজর্ষি দে-র কাছে। ‘অডভেঞ্চার্স’ তাঁদের নতুন ফিল্ম প্রোডাকশন টিম, ঋদ্ধি নির্দেশিত প্রথম শর্ট ফিল্ম ‘কোল্ডফায়ার’-এর দায়িত্ব সামলাচ্ছে যারা। ‘ওপেন টি বায়োস্কোপ’-এর এই টিমের চার সদস্য ফিনান্সার হিসেবে পাশে পেয়েছে ক্যালাইডোস্কোপকে। নবারুণ ভট্টাচার্যের কাহিনি নিয়ে তৈরি এই ২৮ মিনিটের ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আপাতত। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, সোমক ভট্টাচার্যকে। লকডাউনের মধ্যেই চার বন্ধু মিলে তৈরি করেছে ‘ঠিকানা’ নামে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম, যা মুক্তি পাচ্ছে ১৫ অগস্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE