Advertisement
E-Paper

‘মুলক’ ছবির ফার্স্ট লুকে চমকে দিলেন ঋষি

ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই টুইটারে নিজের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন ঋষি। প্রতি ছবিতেই নতুন লুকে নিজেকে পর্দায় নিয়ে আসার চেষ্টা করেন ঋষি। এ ছবিও তার ব্যতিক্রম নয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ২০:১৪
ঋষি কপূর। ছবি: টুইটারের সৌজন্যে।

ঋষি কপূর। ছবি: টুইটারের সৌজন্যে।

প্রকাশ্যে এল ‘মুলক’ ছবির ফার্স্ট লুক। আর তাতেই চমকে দিয়েছেন ঋষি কপূর। অনুভব সিন্হা পরিচালিত এই ছবিতে ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু, রজত কপূর, নীনা গুপ্ত প্রমুখ। ঋষির স্ত্রীর ভূমিকায় থাকবেন নীনা এবং মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাপসী।

আরও পড়ুন, ‘শেমলেস সেলফি’ পোস্ট করে ট্রোলড ফতিমা!

ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই টুইটারে নিজের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন ঋষি। প্রতি ছবিতেই নতুন লুকে নিজেকে পর্দায় নিয়ে আসার চেষ্টা করেন ঋষি। এ ছবিও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুন, আমিরকে নিয়ে দুই নায়িকার ঠান্ডা লড়াই?

অনুভব সিনহা ও মুস্তাক শেখের লেখা এই চিত্রনাট্যে থাকবে একটি মুসলিম পরিবারের গল্প। ছোট্ট শহরে বসবাসকারী এই পরিবার একটি বিতর্কে জড়িয়ে পড়ে। সম্মান নষ্ট হয়। সেই সম্মান উদ্ধারের চেষ্টার গল্পই দেখা যাবে বড়পর্দায়। ছবি নিয়ে উচ্ছ্বসিত ঋষি জানিয়েছেন নাটকীয়তায় মোড়া ছবি তিনি অনেকদিন করেননি। তাই গল্প শোনা মাত্র তিনি রাজি হয়ে যান।

অনুভবসিনহাওমুস্তাকশেখেরলেখাএইচিত্রনাট্যেথাকবেএকটিমুসলিমপরিবারেরগল্প।ছোট্টশহরেবসবাসকারীএইপরিবারএকটিবিতর্কেজড়িয়েপড়ে।সম্মাননষ্টহয়।সেইসম্মানউদ্ধারেরচেষ্টারগল্পইদেখাযাবেবড়পর্দায়।ছবিনিয়েউচ্ছ্বসিতঋষিজানিয়েছেননাটকীয়তায়মোড়াছবিতিনিঅনেকদিনকরেননি।তাইগল্পশোনামাত্রতিনিরাজিহয়েযান।

Rishi Kapoor ঋষি কপূর Bollywood Upcoming Movies Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy