এই প্রথম অনস্ক্রিনে অঙ্কুশ এবং ঋতাভরী। ছবির নাম ‘এফআইআর’। পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ক্রাইম থ্রিলারে অভিনয় করছেন টলিপাড়ার এই নতুন জুটি। বোলপুরে শ্যুটের পরে এখন কলকাতায় ‘এফআইআর’-এর শ্যুট চলছে। আনন্দবাজার ডিজিটালকে বললেন ঋতাভরী, “জয়দীপদা খুব মাথা ঠান্ডা করে কাজ করে।শ্যুটের মাঝে আমার ক্লাস ছিল। শরীরটাও খারাপ ছিল। সেটাও পুরো ইউনিট সহানুভূতির সঙ্গেই দেখেছে। আর অঙ্কুশ তো সারাদিন মজা করে। এই শ্যুটটা খুব উপভোগ করছি।” এই ছবিতে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে।