ছোট-বড় নানা মাপের বাক্স। রকমারি খেলনায় ভরা। কোনওটায় বল। কোনওটায় গাড়ি। সব ক’টি উপহারের বাক্স চকচকে রঙিন কাগজে মোড়া। এ ভাবেই এক ঝুলি গিফট নিয়ে বড়দিনের আগের সকালে ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর পড়ুয়াদের কাছে হাজির ঋতাভরী চক্রবর্তী। বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর তিনিই সেখানে ‘সান্তাক্লজ’!
খুশির কথা জানানোর ভাষা ওদের মুখে নেই। নীরবেই আনন্দে-খুশিতে ঝলমলে কচি মুখগুলো বুঝিয়ে দিয়েছে, ওরা খুব খুশি।
না, সান্তার মতো লাল জোব্বা, লাল টুপি নেই গায়ে মাথায়। অভিনেত্রী ফুলপরি ফ্লোরাল ড্রেসে। কচিকাঁচার খুশিমুখ তাঁর মুখেও তৃপ্তির হাসি ফুটিয়েছে। প্রতি বছরই এই স্কুলের মূক-বধির বাচ্চাদের নিয়ে অভিনেত্রী মেতে ওঠেন বড়দিনের আনন্দে। অতিমারির আবহ বন্ধ করতে পারেনি সেই উদযাপন।
কেমন করে পালন করলেন আগাম ক্রিসমাস? খুব সুন্দর করে খ্রিস্টমাস ট্রি সাজিয়েছেন অভিনেত্রী। গাছের গায়ে জড়ানো ঝিকমিকে আলো। নানা রকমের রঙিন বল, রুপোলি ঘণ্টা, সোনালি পুতুলে। পাশেই দুটো বড় বড় টেবিল। একটিতে সাজানো রকমারি উপহার। আর একটিতে ইয়া বড় কেক।
আরও পড়ুন: ‘মায়ের ছবি তোলা বারণ!’ পাপারাৎজিদের দিকে তেড়ে গেল তৈমুর
আরও পড়ুন: ‘শুকনো দায়িত্ববোধ আর কর্তব্য নিয়ে মানুষ বাঁচতে পারে না’, শ্রীময়ীকে ভালবাসার কথা জানাবে রোহিত?