Advertisement
E-Paper

ফিরে আসছেন ঋতু ‘বৌদি’

১৯৯৩ সালে ‘আঁখে’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন মাত্র সতেরো বছরেরঋতু শিবপুরি। বাবা ওম শিবপুরি ছিলেন হিন্দি চলচ্চিত্র দুনিয়ার এক চেটিয়া ‘ভিলেন’ ও ‘ক্যারেক্টার আর্টিস্ট’। আর মা, সুধা তো টেলিভিশন জগতের ‘বা’ হিসেবেই বেশি পরিচিত। এ হেন মা-বাবার মেয়ে অভিনয় জগতে আসবে, সেটাই স্বাভাবিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০০:০২

১৯৯৩ সালে ‘আঁখে’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন মাত্র সতেরো বছরেরঋতু শিবপুরি। বাবা ওম শিবপুরি ছিলেন হিন্দি চলচ্চিত্র দুনিয়ার এক চেটিয়া ‘ভিলেন’ ও ‘ক্যারেক্টার আর্টিস্ট’। আর মা, সুধা তো টেলিভিশন জগতের ‘বা’ হিসেবেই বেশি পরিচিত। এ হেন মা-বাবার মেয়ে অভিনয় জগতে আসবে, সেটাই স্বাভাবিক। এবং প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেওয়াটাও ছিল খুবই সহজ। কিন্তু এক-দুটি ছবি করে হঠাৎই তিনি অন্তরালে চলে যান। তারপর স্বামী-সংসার-যমজ সন্তান নিয়ে কেটে গেছে তেরো বছর। এ বার পুনিত ইসারের পরিচালনায় ‘হি-ম্যান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আবার দেখা যাবে ঋতুকে।

ছবিতে মুখ্য চরিত্রের বৌদি হিসেবে দেখা যাবে ঋতুকে। এবং অভিনেত্রী মনে করেন এই ছবি তাঁর প্রত্যাবর্তনের জন্য ‘পারফেক্ট’। গোবিন্দর বিপরীতে ‘আঁখে’ ছবিতে কাজ করার পর অনেকেই তাঁকে ‘সেক্সি’ জিনাত আমন ও পরভিন বাবির সঙ্গে তুলনা করেন। ঋতু অবশ্য তেমনটা কখনই ভাবেননি। “আমি মা-বোন-বৌদি এমনকী কোনও পুরুষ চরিত্রেও অভিনয় করতে পারি”!— জানিয়েছেন তিনি।

Ritu Shivpuri Om Shivpuri Sudha Shivpuri Puneet Issar 'Aankhen' Parveen Babi Zeenat Aman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy