কোলে এক ফুটফুটে শিশু। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই শিশুই নাকি ঋতুপর্ণার ভবিষ্যতের হিরো। ছবিটি শেয়ার করে এমনটাই লিখেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।
আসলে এই শিশু অগ্নিদেব এবং সুদীপার ছেলে আদিদেভ। ছোট্ট আদিকে কোলে নিয়ে তাকে ভবিষ্যতের হিরো নাকি বলেছেন ঋতুপর্ণা স্বয়ং। এ কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অগ্নিদেব।
ছেলের নাম আদিদেভ রাখার পিছনে ছোট্ট ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটি-র এক জন বয়স্ক নার্স বলেছিলেন, গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রেখেছি।’’
তবে আদিদেভের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে। কিন্তু বাবা ডাকছেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি। অগ্নিদেবের সঙ্গে ছেলের খুব মিল বলেই জানিয়েছিলেন সুদীপা।
আরও পড়ুন, ছেলের সঙ্গে কোন ভাষায় কথা বলেন সুদীপা?
@RituparnaSpeaks with her future hero #Aadidev 😂 @sudiparannaghor pic.twitter.com/potmYSwWUY
— Agnidev Chatterjee (@TheAgnidev) February 24, 2019
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)