“ছেলেটা বড় হয়ে গেল!” পুত্র অঙ্কন চক্রবর্তীর জন্মদিনে স্মৃতিমেদুর ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে আজ তাঁর দ্বিগুণ আনন্দ। মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বেলা’। আনন্দবাজার ডট কম-এর সঙ্গে ছেলের বেড়ে ওঠার গল্প ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তখনই কথাপ্রসঙ্গে বললেন, “এই প্রথম ছেলের জন্মদিনের দিন আমার ছবি মু্ক্তি পাচ্ছে। আজ আমার দুই সন্তানের জন্মদিন। আমাদের কাছে আমাদের নতুন ছবিও সন্তান-সম।”
ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে মাধবী মুখোপাধ্যায়, পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
ছেলে রয়েছে বিদেশে। অভিনেত্রী আনন্দে এ দিন বাড়িতে সত্যজিৎ রায়ের নায়িকা মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। পর্দার পাশাপাশি আজ তিনি বাস্তবেও ‘বেলা দে’। ছেলের জন্মদিন উপলক্ষে নিজেই রেঁধে ফেলেছেন নতুন পদ ‘ডিমের কাটলেট’। “কাকে খাওয়াব ভাবতে ভাবতে মাধবী মাসির কথা মনে পড়ল। ওঁকে বলতেই এক কথায় রাজি”, বললেন ঋতুপর্ণা। বড়পর্দার ‘পারমিতা’র প্রথম সন্তানের জন্ম আমেরিকায়। “আমার মা উড়ে গিয়েছিলেন আমার কাছে। জন্মের পর থেকে সেই যে ছেলের দায়িত্ব নিয়েছিলেন, শেষ দিন পর্যন্ত তা পালন করেছেন। অঙ্কন কলকাতায় থাকলে নাতির জন্য কত যে পদ রাঁধতেন মা! বাইরে থাকলে বার বার ভিডিয়ো কলে নাতির সঙ্গে গল্প।” তাঁর উপলব্ধি, অঙ্কনকে তিনি জন্ম দিয়েছেন মাত্র। ছেলের ‘আসল মা’ বুঝি ঋতুপর্ণার জন্মদাত্রী।
মা, ছেলে অঙ্কন, স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: ফেসবুক।
ছোটবেলায় কেমন ছিলেন অঙ্কন? প্রশ্ন শুনে হেসে ফেললেন ‘বেলা’। বললেন, “খুব দুরন্ত ছিল। হয় আমার আঁচল ধরে ঘুরে বেড়াত, অচেনা কাউকে দেখলেই আমার আড়ালে লুকিয়ে পড়ত। নয়তো খেলনা বন্দুক হাতে সকলকে তাড়া করত। ওর পিছনে দৌড়োতে দৌড়োতে হাঁফিয়ে যেতাম।” ঋতুপর্ণা একবার পুরীতে শুটিং করতে গিয়েছেন। সঙ্গে গিয়েছেন খুদে অঙ্কন। “সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলা করতে করতে এমন দৌড়েছে যে শুটিং ফেলে ছেলের পিছনে ছুটেছি”, পুরনো কথা মনে করলেন অভিনেত্রী। “অঙ্কনের ওই ছেলেবেলা খুব মিস করি”, মত অভিনেত্রীর।
মা ঋতুপর্ণাকে জড়িয়ে শিশু অঙ্কন।
ছোটবেলায় ‘নায়িকা’ মাকে নিয়ে ছেলে নিশ্চয়ই নিরাপত্তাহীনতায় ভুগতেন? “তা তো বটেই। খালি বলত, ‘তোমায় কেন এত লোক ঘিরে রেখেছে? আমরা তা হলে কী করব?’ এখনও বেড়াতে যাওয়ার আগে জানতে চায়, কাজ নিয়ে যাচ্ছি, না শুধুই বেড়াতে যাচ্ছি!” ছেলের নানা গুণের কথাও জানাতে ভোলেননি ঋতুপর্ণা। অঙ্কন খুব ভাল লিখতে পারে, গিটার বাজাতে পারে— গর্বের সঙ্গে জানালেন।