সম্প্রতি মুক্তি পেয়েছে প্রয়াত অস্কারজয়ী কমেডিয়ান রবিন উইলিয়ামসের শেষ ছবি ‘বুলেভার্ড’-এর ফার্স্ট ট্রেলার। ডিটো মন্টিল পরিচালিত ‘বুলেভার্ড’-এ রবিন এক ব্যাঙ্ককর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি ছাব্বিশ বছর ধরে একঘেয়ে জীবন যাপনে ক্লান্ত। লিও নামের এক এলোমেলো যুবকের সংস্পর্শে এসে যাঁর জীবনের মানেটাই বদলে যায়। দেড় মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারে ব্যাঙ্ক-কর্মী নোলানের জীবনের ক্লান্তি, তার সঙ্গে লিওর দেখা হওয়া এবং নোলানের জীবন বদলের ঝলক রয়েছে। ট্রেলারের শেষে নোলান-রূপী রবিনের সংলাপ— ‘দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু বি ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড’।
গত বছর অগস্টে অবসাদের কারণে আত্মহত্যা করেন রবিন। বাস্তবে কোনও ‘লিও’-র সাক্ষাৎ তিনি পাননি। ছবিতে লিও-র ভূমিকায় রয়েছেন রোবার্তো অ্যাগুয়ার। ১০ জুলাই আমেরিকায় মুক্তি পাবে ‘বুলেভার্ড’।