Advertisement
E-Paper

দেখুন, রক অন টু’র ‘জাগো’ গানটির টিজার পোস্টার

‘রক অন টু’ ছবির ট্রেলার কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। সিক্যুয়ালটি আগের চেয়ে আরও অনেক বেশি রকিং, অনেক বেশি এক্সাইটিং, এমনটাই দাবি ‘রক অন টু’র কলাকুশলীদের। এ বার প্রথম গানের টিজার পোস্টার সামনে এনে সেই আঁচটা আরও খানিকটা উস্কে দিলেন ফারহান আখতার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৩

‘রক অন টু’ ছবির ট্রেলার কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। সিক্যুয়ালটি আগের চেয়ে আরও অনেক বেশি রকিং, অনেক বেশি এক্সাইটিং, এমনটাই দাবি ‘রক অন টু’র কলাকুশলীদের। এ বার প্রথম গানের টিজার পোস্টার সামনে এনে সেই আঁচটা আরও খানিকটা উস্কে দিলেন ফারহান আখতার। ‘রক অন টু’র ‘জাগো’ গানটির লুক টুইটারে পোস্ট করেছেন ফারহান আখতার নিজেই। ‘জাগো’ গানটি মু্ক্তি পেতে চলেছে আজই। তাঁর আগে এই গানটির টিজার পোস্টার মুক্তি পেল।

‘রক অন’-এর ‘ম্যাজিক’ ব্যান্ডটি অনেকদিন পর ফের পারফর্ম করবে এই ছবিতে। আর সেই পারফরম্যান্সে মাতবে দর্শক। সিক্যুয়ালে আছেন ফারহান আখতার, অর্জুন রামপাল, পূরব কোহলি। এই ছবিতে নতুন সংযোজন হলেন শ্রদ্ধা কপূর। সূত্রের খবর, শ্রদ্ধা একেবারে অন্যভাবে ধরা দিতে চলেছেন ‘রক অন টু’তে। শোনা গিয়েছে, শঙ্কর-এহসান-লয়ের মিউজিক ডিরেকশনে ‘জাগো’ গানটি গেয়েছেন শ্রদ্ধা কপূর। এমনকী এই গানের লিরিক্সও তাঁরই লেখা।

সুজাত সওদাগর পরিচালনায় চলতি বছরের ১১ই নভেম্বর মুক্তি পাবে ২০০৮-এর মিউজিক্যাল ড্রামা রক অনের সিক্যুয়াল। ২০০৮ এও ‘রক অন’ বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছিল। ফের আট বছর পর ছবির সিক্যুয়াল সেই উত্তেজনা ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার।

আরও পড়ুন, বলিউড সেলেবদের আজব অভ্যাস

Rock on 2 Farhan Akhtar Sharddha Kapoor Arjun Rampal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy