অন্তরঙ্গ রোশন-শ্রাবন্তী। রোশন পরেছেন লাল রঙের বডি হাগিং শার্ট আর শ্রাবন্তীর গায়ে ফ্লোরাল টপ। পিছনে নীল সমুদ্র। সময় গিয়েছে থমকে। রোশন-শ্রাবন্তীর এই ছবিই আপাতত টক অব দ্য টাউন।
ছবিটি শেয়ার করেছেন রোশন নিজেই। খেয়াল করলেই দেখা যায়, ক্যাপশনে লেখা, ‘পটায়া মে হি পটায়া।’ ব্যাপারটা কী? ভ্যালেন্টাইন্স ডে’তেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। এরই মধ্যে পটায়া পাড়ি দিলেন নাকি?
আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসতে হাসতে বলেন, “না না, আমি তো এখন উত্তরবঙ্গে। কৌশিক দা’র ছবির শুটিংয়ে ব্যস্ত। এটা অনেক আগের ছবি। আইফোনে ব্যাকআপ দেখাল। ওটাই শেয়ার করেছে।”
কবে গেলেন পটায়া? ‘‘আরে এটা রোশনের সঙ্গে বিয়ের আগের ছবি।বিয়ের আগেই একবার গিয়েছিলাম ঘুরতে। তখন তো কাউকে বলা যায়নি।এখন আস্তে আস্তে ফাঁস হচ্ছে।’’ বলেই এক চোট হাসলেন তিনি।
Perfect click perfect time @srabanti.smile
আরও পড়ুন-সলমনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বর্তমানে মধুর নয়: বনি কপূর
দেখুন সেই ছবি
তবে রোশন-শ্রাবন্তীর ওই ছবি যে ফ্যানেদের বেশ মনে ধরেছে, তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়।
রোশনের সঙ্গে গত বছর এপ্রিলে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। এ বছর বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সময় বার করতে পারেননি তিনি। পেশাদারিত্বের খাতিরে সারা দিন ব্যস্ত থাকতে হয়েছে শুটিং সেটেই। তাতে প্রথমে মন খারাপ হলেও ক্ষোভ নেই তাঁর। বলেছিলেন, “প্রেমের আবার আলাদা দিন হয় নাকি? আমাদের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে।”
আরও পড়ুন-টুইঙ্কলের ‘কুকীর্তি’ ফাঁস, রেগে গেলেন অক্ষয়