Advertisement
E-Paper

হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে! খুনের হুমকি পেয়ে চরম পদক্ষেপ রোজ়লিনের

হিনা সম্পর্কে এই মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজ়লিন। এমনকি মানসিক চাপে নাকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪
Rozlyn Khan tried to take a drastic step as she is getting trolled for commenting on Hina Khan

হিনা খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে রোজ়লিন। ছবি: সংগৃহীত।

হিনা খানের ক্যানসার নিয়ে মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজ়লিন খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। লড়াইয়ের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সমাজমাধ্যমে। কিন্তু সে সবই নাকি মিথ্যা। প্রচারের আলোয় থাকার জন্য নাকি ক্যানসারের ভান করছেন তিনি, বিস্ফোরক দাবি করেছিলেন রোজ়লিন। তার কারণ, তিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।

হিনা সম্পর্কে এই মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজ়লিন। এমনকি মানসিক চাপে নাকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। হিনাকে নিয়ে মন্তব্য করার পর থেকেই একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। কটাক্ষ ধেয়ে আসছে সমাজমাধ্যমেও। তার পর থেকেই মানসিক চাপে অভিনেত্রী।

রোজ়লিনের হয়ে তাঁরই এক ঘনিষ্ঠ একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেন। মঙ্গলবার রাতে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, পোস্টে এমনই উল্লেখ রয়েছে। আত্মহত্যার পথ থেকে তাঁকে সরিয়ে আনা হয়েছে। সেই ঘনিষ্ঠ পোস্টের শেষে লিখেছেন, “রোজ়লিন, দয়া করে শক্ত থাকো।” এই পোস্ট নিজেও ভাগ করে নিয়েছেন রোজ়লিন। পরে নিজে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

রোজ়লিন লিখেছেন, “গত রাতে একজন আমাকে মানসিক ভাবে হেনস্থা করেছে। আমার নিজেরই বহু সমস্যা রয়েছে। প্রায়ই ভেঙে পড়ি। এই ধরনের মানসিক চাপ আমি আর নিতে পারছি না।” তিনি আরও লিখেছেন, “এত ট্রোল করা হচ্ছে আমাকে। আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার নম্বর সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। দয়া করে এ বার আপনারা থামুন। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এ বার।”

গত বছর নিজেই হিনা ঘোষণা করেছিলেন, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। এই দেখে রোজ়লিন দাবি করেছিলেন, ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজ়লিন এমনকি দাবি করেন, হিনা নাকি তাঁর চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলি আড়াল করছেন। এই সব দাবি করার পরেই বিপাকে রোজ়লিন।

Hina Khan Rozlyn Khan Cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy