রুক্মিণী মৈত্র। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তার পর দেবের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি। পর পর তিনটে ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। সেই নায়িকা শারীরিক এবং মানসিক ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি। প্রকাশ্যে এ কথা স্বীকার করে নিলেন খোদ রুক্মিণী!
তবে এই চ্যালেঞ্জ পেশাগত। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করছেন রুক্মিণী। সেই ছবির চরিত্রই মানসিক এবং শারীরিক ভাবে তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে দাবি করলেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী লিখেছেন, ‘পাসওয়ার্ডের প্রথম শিডিউলের কাজ শেষ করলাম আমরা। আমাকে বলতেই হবে, এখনও পর্যন্ত এই ছবিটা শারীরিক এবং মানসিক ভাবে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। সকাল ছ’টায় কলটাইম ছিল। প্যাক হয়েছে পরের দিন রাত তিনটেয়। আবার পরের দিন সকাল সাতটায় কলটাইম...। পারফরম্যান্স, অ্যাকশন, ডান্স, স্টান্স... বেশ কঠিন ছিল। মাথা থেকে পা পর্যন্ত প্রায় শেষ হয়ে গিয়েছে...। শুধু একটা জিনিসের ওপর আশা আছে আমার সত্ প্রচেষ্টা এবং কঠিন পরিশ্রমের দাম আছে। আপনাদের ভালবাসা, আশীর্বাদ, প্রার্থনা আমার সত্যিই দরকার...।’
আরও পড়ুন, কবে অভিনয় ছাড়বেন? আমির খান বললেন...
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)