Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Entertainment News

এ মাসেই কি মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’?

প্রজাতন্ত্র দিবসের ছুটিকে লক্ষ্য করে ওইদিনই মুক্তি পেতে পারে ছবি। যার জেরে অক্ষয় কুমারের আগামী ছবি ‘প্যাডম্যান’-এর সঙ্গে বক্স অফিসে বড়সড় সংঘাতের মুখে রণবীর-দীপিকা-শাহিদের ছবি।

‘পদ্মাবত’ ছবিতে দীপিকার লুক। ছবি: টুইটারের সৌজন্যে।

‘পদ্মাবত’ ছবিতে দীপিকার লুক। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ১২:৫১
Share: Save:

বিতর্ক জারি রয়েছে। তবে ক’দিন আগেই সেন্সর বোর্ডের তরফে গ্রিন সিগন্যাল পেয়েছে সঞ্জয় লীলা ভংসালীর ‘পদ্মাবত’। এ বার নাকি ছবি মুক্তির দিনও স্থির হয়ে গিয়েছে।

প্রথমে ছবির নাম ছিল ‘পদ্মাবতী’। গত ৩০ ডিসেম্বর সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছিল পাল্টে ফেলতে হবে ছবির নাম। ‘পদ্মাবতী’ হবে ‘পদ্মাবত’। বদলাতে হবে ছবির আরও চারটি অংশ। তবেই ‘ইউ/এ’ শংসাপত্র-সহ মুক্তি পাবে সঞ্জয় লীলা ভংসালীর দেড়শো কোটি বাজেটের ছবি।

ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা, ‘পদ্মাবত’ নাকি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের ছুটিকে লক্ষ্য করে ওইদিনই মুক্তি পেতে পারে ছবি। যার জেরে অক্ষয় কুমারের আগামী ছবি ‘প্যাডম্যান’-এর সঙ্গে বক্স অফিসে বড়সড় সংঘাতের মুখে রণবীর-দীপিকা-শাহিদের ছবি।

হঠাত্ ‘পদ্মাবত’-এর ২৫ জানুয়ারি মুক্তি নিয়ে জল্পনার শুরু কোথায়?

এনডিটিভি’র খবর অনুযায়ী, ‘প্যাডম্যান’ ছবির এক জন সহকারী প্রযোজক প্রেরণা অরোরা শনিবার পিটিআইকে জানিয়েছেন, অক্ষয়ের ছবি ২৫ জানুয়ারিই মুক্তি পাবে। যদি সেদিন ‘পদ্মাবত’ মুক্তি পায়, তাহলেও ‘প্যাডম্যান’-এর মুক্তির নির্ধারিত দিন পিছবে না।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

তিনি বলেছেন, ‘‘আমি জানি না ক্ল্যাশ নিয়ে কী চলছে... আমার এ নিয়ে কোনও ধারণাই নেই। আমরা যেটা জানি, তা হল প্যাডম্যান ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। অক্ষয় নিজেই সরকারি ভাবে তা জানিয়ে দিয়েছেন।’’

আরও পড়ুন, ‘পদ্মাবত’! খুশি নয় মেবারের পরিবার

আরও পড়ুন, ছাড়পত্র, পদ্মাবতী হবে ‘পদ্মাবত’

সংবাদ সংস্থা আইএএনএস-কে প্রেরণা বলেছেন, ‘‘এটা খুব বোকার মতো সিদ্ধান্ত হবে যদি একই দিনে মুক্তি পায় পদ্মাবত ও প্যাডম্যান। পদ্মাবত খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি। এই অসাধারণ ছবিটি দ্রুত মুক্তি পাওয়া উচিত। বাকিটা ভায়াকম এইট্টিন ও পরিচালকের সিদ্ধান্ত।’’

ইন্ডাস্ট্রিতে এই থেকেই নতুন করে জল্পনা, ২৫ জানুয়ারিই মুক্তি পেতে চলেছে ‘পদ্মাবত’। যদিও পরিচালক ও প্রযোজনা সংস্থার তরফে অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE