Advertisement
E-Paper

টলিউডে জল্পনা, দূরত্ব মুছে পর্দায় জুটিতে দেব-রুক্মিণী? কোন ছবিতে আবার ফিরছেন তাঁরা?

সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে শুটিং।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩৭
ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী।

ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী। ছবি: সংগৃহীত।

তাঁদের মধ্যে নাকি লক্ষ যোজন দূরত্ব? গত বছর ‘ধূমকেতু’ মুক্তির আগে থেকে হঠাৎ দেব আর রুক্মিণী মৈত্রকে ঘিরে এরকমই গুঞ্জন।

‘ধূমকেতু’তে দেবের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারে দেখা যায়নি রুক্মিণীকে। ব্যস, সমাজমাধ্যম তোলপাড়— যুগলের ভাব-ভালবাসায় নাকি ভাটা! যদিও প্রত্যেক বার দু’জনেই জানিয়েছেন, তাঁরা যেমন ছিলেন, তেমনই আছেন। কিন্তু নিন্দকদের বোঝায় কে? তার উপরে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র পরে দেব-রুক্মিণীকে গত তিন বছর পর্দায় জুটি বাঁধতেও দেখা যায়নি।

দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’-এর গুঞ্জনে যখন টলিপাড়া মুখরিত, তখনই আরও একটি জল্পনা। টলিউডের অন্দরে নয়া গুঞ্জন, স্বাধীনতা দিবসে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ উপহার দেবেন দেব। ওই ছবিতেই নাকি জুটি ফিরছে! পরিচালনায় বিনয় মুদগিল। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে। বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের ভূমিকায় দেব। গত জন্মদিনে সে কথা ঘোষণা করেন তিনি নিজেই। এটি তাঁর ৫০তম ছবি।

সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে পারেননি। হাসপাতালে নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা করাতে পারেননি করিমুল। তাঁর অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যান। তার পর থেকেই উত্তরবঙ্গের এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনাখরচায় হাসপাতালে পৌঁছে দেন। কেন্দ্র সেবাপরায়ণ এই ব্যক্তিকে ‘পদ্ম’ সম্মানে সম্মানিত করেছে।

এর আগে দেব আনন্দবাজার ডট কম-কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিমুলের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। মাটির কাছাকাছি থাকা মানুষটিকে ভাল লেগেছে তাঁর। বাস্তবের নায়ককে, তাঁর জীবনকে জানতে তিনি উত্তরবঙ্গে যাবেন। আপাদমস্তক ‘করিমুল’ হয়ে উঠতে কোমর বেঁধেছেন দেব। কলকাতা, জলপাইগুড়ি মিলিয়ে হবে শুটিং। তখনও নায়িকার নাম বলেননি তিনি। এখনও গুঞ্জন নিয়ে মুখে কুলুপ নায়ক-প্রযোজকের।

দেব ছাড়াও এই ছবির সহ-প্রযোজক নন্দী মুভিজ।

Dev Rukmini Maitra Tollywood Film Bengali Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy