বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’ ছবিতে গান গাওয়ার কথা ছিল গায়ক রূপঙ্কর বাগচির। গানের রেকর্ডিংয়ের কাজও শেষ হয়ে গিয়েছিল। সূত্রের খবর, শোনা যাচ্ছে, সম্পাদনার টেবিল থেকেই নাকি বাদ গিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর। অন্য কাউকে দিয়ে গানটি আবার রেকর্ড করানো হবে।
যা শুনে টলিপাড়ার একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে, কেকে-বিতর্কের আঁচ কি ছবির গানেও পৌঁছল? প্রয়াত গায়ক কেকে-কে নিয়ে রূপঙ্করের ভিডিয়ো এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহে অনেকটাই ‘ব্যাকফুটে’ রূপঙ্কর। তাঁর গাওয়া ‘জিঙ্গল’ তুলে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে একটি কেক প্রস্তুতকারক সংস্থা। কলকাতা শহরের একটি রেস্তরাঁ লিখিত নোটিস সেঁটে জানিয়েছে, তারা রূপঙ্করের গাওয়া কোনও গান তাদের রেস্তরাঁয় বাজাবে না। অর্থাৎ, কেকে-বিতর্কে এখনও পর্যন্ত রূপঙ্কর অনেকটাই কোণঠাসা হয়ে রয়েছেন। সেই প্রেক্ষিতেই বাংলা ছবির ক্ষেত্রেও রূপঙ্করকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা নিয়েই জল্পনা।