কথা বলতে বলতে থমকান লোপামুদ্রা মিত্র, ‘‘গতকাল রাতে কালিকাকে স্বপ্ন দেখেছি! সারা রাত ধরে! শুধুই কি দেখা? বকেওছি ওকে স্বভাবসুলভ ভঙ্গিতে। মানে, ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বকা তো খাবেই!’’ হয়তো ‘সহজ পরব’-এর সময় হয়ে এসেছে। আগামী ৩ থেকে ৫ অগস্ট রবীন্দ্রসদনে।কালিকাপ্রসাদও নিশ্চয় থাকবেনওই সময়ে, তাই হয়তো মনে হচ্ছে লোপামুদ্রার। হবে না-ই বা কেন? সহজে যে শিকড়ের গানের এমন বিশাল যজ্ঞ করা যায় শহর জুড়ে তা বেশ কিছু কাল ধরেই বুঝিয়ে দিয়েছিলেন লোপামুদ্রা আর কালিকাপ্রসাদ।এবার চার বছরে পা দিল সহজ পরব। তবে লোকগানের এই উৎসবে লোপামুদ্রা প্রোডাকশনের পাশে এ বার দোহার আর অবশ্যই কালিকার স্ত্রী ঋতচেতা।
কলকাতা কি দেখতে পাবে তার নিজের লোকায়ত আত্মার মুখ? আগামী প্রজন্ম কি কৌতূহলী হবে সেই মাটির আদলে গড়া সুরে ভিজতে? সেই কৌতূহল কি গড়ে দিতে পারবেন দোহার আর লোপামুদ্রা?
‘‘কালিকা সবসময় বলত লোকগানকে বাঁচিয়ে রাখতে হলে লোকশিল্পীদের মানুষের সামনে নিয়ে আসতে হবে। এই জন্যই সহজ পরব। এই জন্যই দোহার এর সঙ্গে যুক্ত।’’ বললেন ঋতচেতা।