Advertisement
২১ মার্চ ২০২৩
Saif Ali Khan

‘আদিপুরুষ’-এ সইফ কি রাবণ, না কি আলাউদ্দিন খিলজি কিংবা বাবর? ট্রেলার দেখে উঠল কটাক্ষের ঝড়

‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক সামনে আসতেই চোখ কপালে উঠল আগ্রহীদের। মুসলিম যোদ্ধার মতো দেখতে রাবণের হাতে রামায়ণের পরিণতি দেখে চমকে উঠেছেন অনেকেই।

‘আদিপুরুষ’-এর ঝলকে সইফ আলি খানের লুক প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ দর্শক।

‘আদিপুরুষ’-এর ঝলকে সইফ আলি খানের লুক প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ দর্শক।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৪:২৪
Share: Save:

সারা গায়ে ধাতব নীল বর্ম। রং মিলিয়ে চোখেও নীল আইশ্যাডো। দাড়ি গোল করে ছাঁটা গলা অবধি। মাথায় খোঁচা খোঁচা চুল। হালফ্যাশনের রাবণের চেহারা যে এমন হতে পারে কে জানত! ‘আদিপুরুষ’-এর ঝলকে সইফ আলি খানের লুক প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ দর্শক। তাঁর চেহারা বাবর, অওরঙ্গজেব কিংবা নিদেনপক্ষে তৈমুরের মতো মুঘল যোদ্ধার মতো হতে পারে। কিন্তু রাবণ যে কোনও ভাবেই এমন দেখতে হতে পারে না— সে নিয়ে একমত সকলেই।

ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দক্ষিণী তারকা প্রভাস। অযোধ্যায় সরযূ নদীর তীর থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করতে চলেছেন তিনি। কিছু দিন আগেই পোস্টারে ছড়িয়ে পড়েছিল সে ছবি। নির্মাতারা স্পষ্ট ভাবে না বললেও মনে হচ্ছে, সীতার চরিত্রে অভিনয় করছেন কৃতী শ্যানন। সব মিলিয়ে দর্শকের কৌতূহল জমছিল। তবে ২ অক্টোবর, রবিবার নির্মাতাদের ঘোষণা মতো প্রথম ঝলক সামনে আসতেই চোখ কপালে উঠল আগ্রহীদের। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিয়োতে রামায়ণের পরিণতি দেখে চমকে উঠেছেন অনেকেই। মন্তব্যের পাহাড় জমছে। ‘ওটা রাবণ? অসম্ভব!’— বহু লোকে বলছেন। পাশাপাশি, ‘রাবণের দাড়ি ছাঁটে কে? জাভেদ হাবিব?’ এ ধরনের মন্তব্যও উঠছে। কেউ বললেন, ‘আলাউদ্দিন খিলজি হতে পারে, কিন্তু রাবণ নয়।’ পৌরানিক চরিত্র রাবণ যে হিন্দু ব্রাহ্মণ, তাঁকে কী ভাবে মুসলিম যোদ্ধার মতো দেখতে হবে? সে প্রশ্নের উত্তর মিলছে না। ছবির ঝলক যে ভীষণ রকম হতাশ করেছে দর্শককে, তা বলার অপেক্ষা রাখে না।

৪০০ কোটি টাকা বাজেট। পরিচালক ওম রাউত সেটা নিয়ে কী করছেন, দুর্বল ভিএফএক্সের নমুনা দেখে সে প্রশ্নও উঠছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.