সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ত্রস্ত হয়েছিল গোটা বলিউড। সেই ঘটনা আজও তাড়া করে বেড়ায় অভিনেতাকে। ছুরিকাহত হওয়ার পরে চোখের সামনে নিজের গোটা জীবনটা ভেসে উঠেছিল সইফের চোখের সামনে। মৃত্যুকে কাছ থেকে দেখে ঠিক কেমন অনুভূতি হয়েছিল, জানালেন বলিতারকা।
চলতি বছরের ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে পড়েছিল দুষ্কৃতী। চুরি করতে বাধা দেওয়ায় সইফের উপর হামলা চালায় সেই দুষ্কৃতী। সইফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “মনে হচ্ছিল, একজন কতটা সৌভাগ্যবান হতে পারে! ছুরিটা আমার বুকের খুব কাছে ছিল। তার উপরে পিঠে বসা ছুরি নিয়ে হেঁটে যাওয়া। এ তো আমার কাছে সত্যিই বড় চমক।”
আরও পড়ুন:
ছুরিকাহত হয়ে পড়ে মেঝেয় লুটিয়ে পড়েছিলেন সইফ। সেই অবস্থায় সমস্ত কিছু থমকে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই কোনওমতে হাসপাতালে পৌঁছেছিলেন তিনি। ছুরিকাহত অবস্থায় তাঁর মাথায় কী ভাবনা এসেছিল, জানান সইফ। তাঁর কথায়, “হয়তো অ্যাড্রিনালিনের জন্য এই সব ভাবনা মাথায় আসছিল। মনে হচ্ছিল, এই জীবনটা কত রঙিন ছিল। সত্যিই আমি কত কিছু পেয়েছি। শুধু আর্থিক প্রাপ্তি নয়। কত মানুষের ভালবাসা পেয়েছি। কত সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছি। ওয়াইন পান করেছি। স্ত্রী-সন্তানদের নিয়ে সময় কাটিয়েছি।”
চুরির উদ্দেশ্য নিয়ে সইফের বাড়িতে ঢুকেছিল সেই দুষ্কৃতী। প্রথমেই নাকি সে গিয়েছিল সইফের কনিষ্ঠপুত্র জেহ-র ঘরে। দুষ্কৃতীকে দেখে কাঁদতে কাঁদতে ছোটে সে। সেই আওয়াজে ঘুম ভাঙে সইফের। সঙ্গে সঙ্গে বাধা দিতে যান তিনি। তখন তার উপর ছ’বার ছুরিকাঘাত করে সেই দুষ্কৃতী।