মুখ ভর্তি দাড়ি। মাথায় জটা। চোখে যেন হিংস্র আক্রোশ। এই নাগা সাধুর ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কে বলুন তো ইনি? আপনি কি এঁকে চেনেন?
আপাতদৃষ্টিতে হয়তো অনেকেই এঁকে চিনতে পারছেন না। কিন্তু ইনি আসলে অভিনেতা সইফ আলি খান। নভদীপ সিংহ পরিচালিত আসন্ন ছবি ‘হান্টার’-এ ঠিক এই লুকেই দেখা যাবে অভিনেতাকে।
‘হান্টার’-এর জন্য নিজের এই পরিবর্তন নাকি খুব একটা সহজ ছিল না সইফের কাছে। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘‘চরিত্রের এই লুকটা সেট করার জন্য আমাকে কানে ফুটো করতে হয়েছিল। প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। গরমের মধ্যেও চুল বড় রেখেছি। রাজস্থানে শুটিং করেছি আমরা। কোনওদিন ৪০ মিনিট, আবার কোনওদিন দু’ঘণ্টা লাগত মেকআপ করতে।’’
আরও পড়ুন, এই টলিউড অভিনেত্রীদের ডাকনাম কী, জানেন?
সইফের এই লুক সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে সিনেপ্রেমীদের। এই ধরনের চরিত্রও তাঁর কেরিয়ারে নতুন। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
’ '
'
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)