আবারও হুমকি চিঠি সলমনের খানের নামে। হুমকি দেওয়া হয়েছে তাঁর বাবা সেলিম খানকেও। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যার পরে এই ঘটনায় আবারও সন্দেহের তির গ্যাংস্টারদের দিকেই।
মুম্বই সংবাদমাধ্যমের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে।