প্রবল বৃষ্টি এবং বন্যাবিধ্বস্ত পঞ্জাবে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ঘরছাড়া সে রাজ্যের কয়েক হাজার মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বলিউডের তারকারা। যার মধ্যে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, শেহনাজ গিল-সহ অন্য তারকারা। পিছিয়ে নেই সলমন খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’।
শোনা যাচ্ছে সলমনের স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি দল ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে পঞ্জাবে রয়েছে। শুধু তাই-ই নয়, সলমনের তরফে পাঁচটি নৌকাও পাঠানো হয়েছে বন্যার্তদের উদ্ধারকার্যের জন্য। এর মধ্যে তিনটি নৌকা কেবল বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে খাবার, ওষুধের মতো নানা ত্রাণসামগ্রী বিলি করছে। বাকি দুটো ফিরোজপুর সীমান্তে পাঠানো হয়েছে। জানা গেছে, সলমনের দলের সদস্যরা মাঠে নেমে সকলের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। ‘বিগ বস্ ১৯’-এর মঞ্চে দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু এখানেই শেষ নয়, সলমন বন্যাবিধ্বস্ত বেশ কিছু গ্রামকেও দত্তক নেবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।