দেওয়ার ব্যাপারে বরাবরই উদারহস্ত সলমন খান। আর তা যদি হয় নিজের মায়ের জন্য, তা হলে যে তিনি দু’হাত উপুড় করে দেবেন, তা তো নিশ্চিত।
ক’দিন ধরেই সলমনের মা সলমা খান দৈনন্দিন ব্যবহারের জন্য একটা গাড়ি কিনবেন ভাবছিলেন। তবে তা নিতান্তই ছোটখাটো গাড়ি। কিন্তু ছেলের কানে সে কথা যেতেই ইয়াব্বড় এক দামি গাড়ি নিয়ে হাজির মায়ের কাছে। সক্কাল-সক্কাল নিজের বাড়ির চৌহদ্দিতে এক বিশাল ফ্যান্সি গাড়ি দেখে তো যারপরনাই অবাক সলমা। পরে ছেলের কীর্তির কথা জেনে খুশি হয়েছেন!
তবে জানা গিয়েছে, এ গাড়ি নাকি তিনি ব্যবহার করবেন না। কারণ গাড়িটি এতটাই বড় আর এমন কায়দার, যা রোজকার ব্যবহারের জন্য বেশ অসুবিধেরও বটে!