হঠাৎ করেই স্লিম হয়ে খবরের শিরোনামে চলে এসেছেন মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি। ২১ বছরের অনন্ত মাত্র ১৮ মাসে ১০৮ কেজি ওজন কমিয়ে স্লিম-ট্রিম হয়েছেন। তাঁকে এ বার অভিনন্দন জানালেন সলমন খান। অনন্তের ডেডিকেশন আর কঠিন পরিশ্রমকে স্যালুট জানিয়েছেন ভাইজান। টুইট করে সল্লু মিঞা বলেছেন, ‘অনন্ততে দেখে সত্যি খুব ভাল লাগছে। আমার চেয়ে বয়স কম হলেও ওর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। ১৮ মাসে ১০৮ কেজি ওজন কমাতে দারুণ ইচ্ছেশক্তির প্রয়োজন।’
সলমন নিজে প্রতিদিন জিম করেন। বি-টাউনে যাঁরা ফিটনেস নিয়ে সচেতন তাঁদের শ্রদ্ধা করেন তিনি। এ বার সেই তালিকায় যোগ হল অনন্তের নামও।
অনন্ত কী ভাবে এই অসাধ্যসাধন করলেন?
নিজের ২১ বছরের জন্মদিনের মধ্যে ওজন কমানোর লক্ষ্য স্থির করেছিলেন অনন্ত। সারা দিনে ৫ থেকে ৬ ঘণ্টা জিমেই কাটাতেন। হাঁটতেন ২১ কিলোমিটার। এ ছাড়াও রোজের রুটিনে ছিল যোগা, ওয়েট ট্রেনিং, কার্ডিও এক্সারসাইজ, ফাংশনাল এক্সারসাইজও।
আরও পড়ুন, কী ভাবে ১৮ মাসে ১০৮ কেজি ঝরালেন মুকেশ-পুত্র অনন্ত অম্বানি? জেনে নিন