সলমন খান। নামটার সঙ্গেই এক সময় সমার্থক ছিল পোশাকহীন উর্ধ্বাঙ্গের ছবি। বিভিন্ন ছবিতে কোনও না কোনও গানের দৃশ্যায়ণে সলমনকে এ ভাবে বহুবার দেখেছেন দর্শক। ফের সেই রূপে সলমন শেয়ার করলেন নিজের একটি ছবি।
এই মুহূর্তে মাল্টায় রয়েছেন সলমন। তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘ভারত’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। সেখানেই সুইমিং পুলে নিজের একটি ছবি শেয়ার করেছেন সলমন। ক্যাপশনে লিখেছেন, ‘পানি’। তার পরই সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ ছবিটি দিয়েই বলিউডে কামব্যাকের কথা হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়ার। কিন্তু তিনি ব্যক্তিগত কারণে নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নেন। সে জায়গায় পরে ক্যাটরিনা কইফকে কাস্ট করা হয়। এই ঘটনার পর প্রিয়ঙ্কার সঙ্গে সলমনের মনোমালিন্য হয়েছে বলে খবর। সদ্য নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন প্রিয়ঙ্কা। সেই পার্টিতেও দেখা যায়নি সলমনেকে। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ২০১৯-এর ইদে।
আরও পড়ুন, জীবনের চার গুরুত্বপূর্ণ নারীর ছবি প্রকাশ্যে আনলেন অমিতাভ!
(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)