Advertisement
২২ মার্চ ২০২৩
Entertainment News

তিনদিনেই ১০০ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’

এ সপ্তাহের মধ্যেই যে ‘টাইগার’ ২০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলতে পারে। এ বছরের সবচেয়ে রোজগার করা ছবির তালিকাতেও ‘টাইগার’ ও ‘জোয়া’র গল্প রেকর্ড গড়ারই ইঙ্গিত দিচ্ছে।

সলমন ও ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সলমন ও ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৫:৩০
Share: Save:

বড়দিনে সলমন খানের ফ্যানেদের জন্য দারুণ খবর। এক কথায় বললে দাঁড়ায়, ‘ভাই ইজ ব্যাক’। ‘টিউবলাইট’ ভাল ভাবে না জ্বলার দুঃখ ভুলে এখন শুধুই ‘টাইগার’-এর দিন। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘টাইগার জিন্দা হ্যায়’। তিন দিনে ছবির সেঞ্চুরি করার কথা শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

Advertisement

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১১৪ কোটি ৯৩ লক্ষ টাকা রোজগার করে ফেলেছে ছবিটি। সলমন খান ও ক্যাটরিনা কইফেরক্রিসমাস স্পেশ্যাল রিলিজ শুধুমাত্র রবিবারই দেশে আয় করেছে ৪৫ কোটি ৫৩ লক্ষ টাকা। আলি আব্বাস জাফরের এই ছবির আয় বড়দিনেই ১৪৫ কোটি পেরিয়ে যেতে পারে।

বক্স অফিস কালেকশনের দৌড়ে এ বছর যে ছবিগুলি এগিয়ে ছিল, তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। যদিও এই ছবি মুক্তি পেয়েছিল প্রায় ৯ হাজার স্ক্রিনে। সেই তুলনায় ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে প্রায় অর্ধেক স্ক্রিনে।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Advertisement

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, এ বছর ‘টিউবলাইট’-এর ওপেনিং ডে কালেকশন ছিল প্রায় ২১ কোটি টাকা। বাহুবলী টু’-এর কালেকশন ছিল প্রায় ৪০ কোটি। ‘গোলমাল এগেইন’-এর কালেকশন ছিল ৩০ কোটি। সেই হিসেবেও ‘টাইগার জিন্দা হ্যায়’ বেশ এগিয়ে। কারণ প্রথম দিনই এই ছবি প্রায় ৩৬ কোটি টাকা আয় করেছিল।

আরও পড়ুন, প্রথম দিনই বক্স অফিস কাঁপাল ‘টাইগার জিন্দা হ্যায়’!

আরও পড়ুন, ফোর্বস তালিকার একে সলমন, প্রথম দশে কারা?

এ সপ্তাহের মধ্যেই যে ‘টাইগার’ ২০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলতে পারে। এ বছরের সবচেয়ে রোজগার করা ছবির তালিকাতেও ‘টাইগার’ ও ‘জোয়া’র গল্প রেকর্ড গড়ারই ইঙ্গিত দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.