Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

এ বারের প্রেম সবচেয়ে খারাপ, হা.. বললেন সলমন

সংবাদ সংস্থা
৩০ অক্টোবর ২০১৫ ১৪:২৪

ফের তিনি প্রেম। এ বার সঙ্গী সোনম কপূর। সূরয বারজাতিয়ার আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’তে সলমন খানের চরিত্রের নাম প্রেম। তাঁর দীর্ঘ কেরিয়ারে সবচেয়ে বেশি বার ‘প্রেম’ নামের চরিত্রে অভিনয় করেছেন সল্লু মিঞা। তবে এ বারের প্রেম নাকি সবচেয়ে খারাপ! আর এ কথা স্বীকার করলেন খোদ সলমন।

বিষয়টা ঠিক কী?

আসন্ন ছবিতে তাঁর চরিত্র কেমন তা সলমনের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে প্রথমেই ‘ভাইজান’ বলেন, ‘‘এ বারের প্রেম সবচেয়ে খারাপ। হা..।’’ এর পর হাসতে হাসতে তিনি জানিয়েছেন, প্রেম খারাপ ঠিকই। কিন্তু তাঁকে দেখেই ছেলেদের শেখা উচিত্।

Advertisement

তা কী শিখবেন ছেলেরা? বান্ধবীদের প্রতি কেমন আচরণ করবেন তা ছেলেরা শিখতে পারবেন সলমন অভিনীত প্রেম চরিত্রটি থেকে। তবে ছবিতে প্রেমের জন্য এমন সব সংলাপ রেখেছেন সূরজ যে তা শুনে অবাক হবেন দর্শকরা। শুটিং করতে গিয়ে নাকি নিজেও চমকে গিয়েছিলেন নায়ক। কিন্তু সে সব সংলাপ এখনই বলতে নারাজ সলমন। তা জানার জন্য হলে যেতেই হবে আপনাকে।

ভিডিওতে দেখুন, ‘প্রেম রতন ধন পায়ো’-র ট্রেলার

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement