‘কফি উইথ কর্ণ’-এর এক পর্বে আমির খান বলেছিলেন, সলমন খানের আলমারি ঘাঁটলে শুধুই জিন্স আর বেল্ট পাওয়া যাবে। কারণ উনি নাকি শার্ট পরেন না। বহু দিন পরে সেই চেনা লুকে ধরা দিলেন বলিউডের ‘ভাইজান’। সেই ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনায় বিদ্ধ নায়ক।
ছবিতে দেখা যাচ্ছে, অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। শরীরের প্রতিটি পেশি স্পষ্ট। নায়কের সুঠাম চেহারা দেখে দর্শকের একাংশ যেমন প্রশংসায় ভরিয়েছে নায়ককে, তেমনই একাংশ খুবই বিরক্ত ছবি দেখে। নিজের ছবি ভাগ করে নিয়ে সলমন লেখেন, “কিছু পেতে গেলে, কিছু ছাড়তে হয়। যদিও এই ছবির জন্য কিছু ত্যাগ করতে হয়নি।” তাতেই কেউ কেউ তাঁকে অহঙ্কারী বলে সম্বোধন করেছেন।
এক অনুসরণকারী তাঁকে লেখেন, ‘নিজের ইগো ছাড়লেন না কেন।’’ আবার কেউ অভিনেতাকে কাঠগড়ায় তুলেছেন, ভারতীয় মহিলা ক্রিকেটদলকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন না-জানানোয়। যদিও বিতর্কের উত্তর কখনওই দেননি সলমন। কিন্তু এই সুঠাম চেহারার নেপথ্যে কী রয়েছে? আসলে, তাঁর আসন্ন ছবি ‘ব্যাট্ল অফ গলওয়ান’র শুটিং শুরু হবে শীঘ্রই। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। এই ছবিতে সলমনকে দেখা যাবে ‘কর্নেল বি সন্তোষ বাবু’ নামের একটি চরিত্রে।
উল্লেখ্য, গত দু’বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাঁকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন অভিনেতা সলমন খান। গত বছর অভিনেতার বাড়িতে গুলি পর্যন্ত চলেছিল। তাঁর আসা-যাওয়ার উপরেও জারি হয়েছিল বিধিনিষেধ। সে সব নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই চালিয়ে যাচ্ছেন শুটিং।