প্রায় দুই দশক পরে পর্দায় ফিরেছেন রজত বেদী। আরিয়ান খানের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ জরজ সাক্সেনার চরিত্রে দেখা গিয়েছে রজতকে। তাঁর কর্মজীবনের সঙ্গে অনেকাংশেই মিলে যায় জরজের গল্প। ‘কোই মিল গয়া’ ও ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’র পর কাজ পাননি সেই ভাবে। খবর, চার বছর আগে ‘কামব্যাক’ করার কথা থাকলেও তা হয়নি সলমন খানের জন্য। ভাইজানের ‘রাধে’ ছবির মাধ্যমে অভিনয়ে ফেরার কথা ছিল রজতের।
আরিয়ানের সিরিজ় রজতকে ফের খ্যাতির আলোয় নিয়ে এসেছে। এই আবহে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রজতকে বলতে শোনা যায়, “আমি ‘রাধে’র প্রস্তাব গ্রহণ করি। মুকেশ ছাবড়ার অফিস থেকে আমার কাছে ফোন আসে। জানানো হয়, আমি নির্বাচিত হয়েছি। আনন্দের সঙ্গে ছবির লেখকের সঙ্গেও দেখা করি। উনিও বেশ খুশি হয়েছিলেন। আমি ভেবেছিলাম ‘রাধে’ ছবির মাধ্যমে আবার অভিনয়ে ফিরব।” সলমন খানের সঙ্গে কাজ করার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তিনি। এমনকি, রজতের সঙ্গে সলমনের পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তা হলে কী এমন হল? কেন বাদ পড়লেন তিনি ছবি থেকে? রজত বলেন, “আমি ওই চরিত্রটা করছি শুনে ভাই (সলমন) আমাকে ডাকলেন। বললেন, ‘রজত, তুই একটু অপেক্ষা কর। আমি তোর কামব্যাকের জন্য ‘রাধে’র থেকে অনেক ভাল একটা ছবি দেব’।” স্বাভাবিক ভাবেই সলমনের মুখের উপর তিনি কিছুই বলতে পারেননি। রজত আরও বলেন, “আমাকে চুপ করে থাকতে দেখে ভাই বলেন, ‘রজত, তুই এত লম্বা, এত ভাল চেহারা বজায় রেখেছিস। তুই দাঁড়া, আমি তোকে বড় কামব্যাক দেব।’ ভাইকে কে ‘না’ বলবে?” যদিও সলমনের এই সিদ্ধান্তে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন রজত।
আরিয়ানের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ওয়েব সিরিজ়ে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘ক্যামিও’ হিসাবে। তাঁদেরই অন্যতম সলমনও। যদিও, সিরিজ়ের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজত। সলমনের সঙ্গে একই দৃশ্যে না থাকলেও, এই সিরিজ়ে রয়েছেন দু’জনেই।