এত দিন কঙ্গনা রানাওয়াত, কর্ণ জোহর, সইফ আলি খানেরা আলোচনায় এসেছেন। এ বার নেপোটিজম বিতর্কের কেন্দ্রে স্বয়ং সলমন খান! কারণ তাঁর ভগ্নীপতি আয়ুশ শর্মাকে বলিউডে লঞ্চ করতে চলেছেন ভাইজান।
আরও পড়ুন, ক্যাটরিনাও কি এ বার হলিউডে পাড়ি দিচ্ছেন?
সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর জানিয়ে সলমন লিখেছেন, ‘অভিনন্দন আয়ুশ। এখন শুধু পরিশ্রম করার সময়। তোমার সাফল্য কামনা করি…।’ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, আয়ুশকে বলিউডে নিয়ে আসবেন সলমন। এ বার সেই খবরই সত্যি হল। তবে কোন ছবি সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ ভাইজান। আয়ুশকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণ জোহরও।
আরও পড়ুন, পর্ন তারকার সঙ্গে মিঠুনের ছেলের ছবি ভাইরাল!
তার পর থেকেই ওয়েব দুনিয়ায় নেপোটিজম ইস্যুতে ট্রোলড হতে থাকেন সলমন ও কর্ণ। ক্যাটরিনা কইফ, ডেইজি শাহর মতো অনেককেই সলমন ইন্ডাস্ট্রিতে লঞ্চ করলেও আয়ুশের ক্ষেত্রে নেপোটিজমের প্রশ্ন উঠছে। কারণ আয়ুশ সম্পর্কে সলমনের ভগ্নীপতি। তিনি অর্পিতা খানের স্বামী। এই খবর প্রকাশ্যে আসার পর কেউ লিখেছেন, ‘নেপোটিজম কি জয়’, কেউ বা লিখেছেন, ‘স্বজনপোষণের আরও এক উদাহরণকে স্বাগত’। আয়ুশকে অভিনন্দন জানালেও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভাইজান।
এই সব মন্তব্যই ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
বলি সূত্রের খবর, গত তিন বছর ধরে বলিউডে ডেবিউয়ের জন্য নিজেকে তৈরি করছিলেন আয়ুশ। ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টিউবলাইট’-এর মতো ছবিতে ক্যামেরার পিছনে কাজও করেছেন তিনি। শোনা যাচ্ছে, অভিরাজ মিনাওয়ালা পরিচালিত ছবিতেই ডেবিউ হবে আয়ুশের।
Congrats @aaysharma Now is the time for a lot of mehnat aur lagan. Wish you all success God Bless #AayushSharma
— Salman Khan (@BeingSalmanKhan) October 9, 2017