ভয় পেয়েছেন সলমন খান! গত বছরের শুরুর দিক থেকেই মৃত্যুভয় তাড়া করছে তাঁকে। লরেন্স বিশ্নোই যেন পিছু ছাড়ছেন না সলমনের। গত বছর অভিনেতার বাড়িতে গুলি চালায় দুষ্কৃতীর সাঙ্গোপাঙ্গরা। তার পর থেকে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় চলাফেরা করেন তিনি। যদিও সেটা যে খুব সুখকর নয়, জানিয়েছেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন:
চলতি বছরের শুরু থেকে সামান্য স্বস্তিতে ছিলেন বলিউডের ভাইজান, কিন্তু ফের হুমকি দিচ্ছে বিশ্নোই। সলমনের সঙ্গে যে বা যাঁরাই কাজ করবেন, তাঁদের গুলি করে মারা হবে। প্রয়োজনে মুম্বইয়ে চলবে একে-৪৭, কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁ হামলার দায় স্বীকার করে এমনই হুমকি দিয়েছেন তিনি। কপিলের দোষ, তিনি নিজের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে ডেকেছিলেন সলমনকে। নতুন করে হুমকি পেয়ে ফের যেন কপালে চিন্তার ভাঁজ সলমনের। এ বার কার উপর মেজাজ হারালেন!
সম্প্রতি কপিল শর্মার কানাডার ক্যাফেতে ২৫ রাউন্ড গুলি ছোড়ে লরেন্স বিশ্নোইয়ের দলবল। তবে শুধু কপিল নয়, বলিউডে বড় ছোট সব প্রযোজক-পরিচালককেই সলমন বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশ্নোই। যদিও ঠিক একদিন পরেই বোন অর্পিতা খানের বাড়িতে রাখির উৎসবে যান। তবে মুখটা সে ভাবে দেখাননি ক্যামেরায়। কিন্তু সম্প্রতি ভাগ্নি অর্থাৎ অর্পিতার মেয়ে আয়াতকে নিয়ে মুম্বইয়ের এক অনুষ্ঠানে যান। সলমনকে দেখে প্রায় ঝাঁপিয়ে পড়ে ছবিশিকারিরা। ছোট্ট আয়াতের তত ক্ষণে চিঁড়েচ্যাপটা অবস্থা। ভয় পেয়ে মামার কোলে উঠতে চাইছে সে।
আর তা দেখেই মেজাজ হারান সলমন। চোখ রাঙিয়ে শাসনের ভঙ্গিতে বলেন, ‘‘চলুন একদম গুনে গুনে ১০ পা দূরে থাকবেন, দেখছেন ছোট্ট একটা বাচ্চা রয়েছে।’’ এমনিতেই সলমনের মেজাজ গরম হলে রক্ষে থাকে না। নিজের পরিবার, বিশেষত এই ভাগ্নিকে খুব ভালবাসেন অভিনেতা। তাই সলমনের ধমক খেয়েই যেন বিশৃঙ্খল পরিস্থিত খানিক সুশৃঙ্খল হল।