Advertisement
E-Paper

‘আমাকে যদি কেউ গুলি করে, দায় কে নেবে?’ সলমনের নকল করে বড় বিপদে তাঁরই অনুরাগী

সলমন খানকে নকল করে নানা রকমের ‘কনটেন্ট’ তৈরি করেন আজ়ম। তিনি দাবি করেন, তাঁকে নাকি সলমনের মতোই দেখতে। সেই আজ়মকেই মঙ্গলবার লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে গ্রেফতার করল পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৯:৩৯
Salman Khan’s fan Aazam Ansari has been arrested in Lucknow

সলমনকে নকল করে বিপাকে অনুরাগী। ছবি: সংগৃহীত।

সলমন খানের জন্য বিপাকে তাঁরই এক অনুরাগী! বলি তারকার অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। আবিশ্ব ছড়িয়ে রয়েছেন তাঁরা। মাঝেমধ্যেই ভক্তদের উন্মাদনারও অভিজ্ঞতা হয় ভাইজানের। আজ়ম আনসারি নামে এক অনুরাগীও সেই উন্মাদনারই শিকার, বিপাকে পড়েছেন তিনি।

সলমন খানকে নকল করে নানা রকমের ‘কনটেন্ট’ তৈরি করেন আজ়ম। দাবি করেন, তাঁকে নাকি সলমনের মতোই দেখতে। সেই আজ়মকেই মঙ্গলবার লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, তিনি নাকি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন। এখানেই শেষ নয়, হাতে বন্দুক নিয়ে রিল তৈরি করছিলেন তিনি।

ইনস্টাগ্রামে আজ়মের ১লক্ষের বেশি অনুসরণকারী। মঙ্গলবার রাত থেকে সমাজমাধ্যমেই একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন সলমন-ভক্ত। একটি ভিডিয়োতে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাঁকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন আজ়ম।

পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজ়ম, তার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গিয়েছে। তবে আজ়ম একটি ভিডিয়োয় বলেছেন, “আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এল না। সারা রাত আমি আটকে পড়ে থাকলাম।” সলমনের অনুরাগী আরও বলেন, “রাতে পুলিশ আমাকে মারধর করেছে খুব। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন, আমি কী করেছি?” সব ক’টি ভিডিয়োয় আজ়ম সরাসরি সলমন খানকে ট্যাগ করেছেন।

Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy