Advertisement
E-Paper

সলমনের উদ্দেশে ফের হুমকি বার্তা! আতঙ্কের আবহেও ধনতেরসে বিশেষ পদক্ষেপ সেলিম খানের

আতঙ্কের প্রহর কাটাচ্ছে সলমনের পরিবার। এই আতঙ্কের আবহের মধ্যেই নতুন পদক্ষেপ সলমনের বাবা সেলিম খানের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৩:২৬
Salman khan’s father Salim Khan bought a new car on the occasion of Dhanteras

সলমন খান ও সেলিম খান। ছবি: সংগৃহীত।

সলমন খানকে কোনও ভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না লরেন্স বিশ্নোই। ফের হুমকি এসেছে ভাইজানের উদ্দেশে। ২ কোটি টাকা না দিলে খুন করা হবে। মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে এই হুমকি এসেছে। আতঙ্কের প্রহর কাটাচ্ছে সলমনের পরিবার। এই আবহেই নতুন পদক্ষেপ সলমনের বাবা সেলিম খানের।

ধনতেরস উপলক্ষে নতুন একটি গাড়ি কিনলেন সেলিম খান। প্রথমে শোনা যাচ্ছিল, নিরাপত্তার খাতিরেই সেলিমকে এই গাড়ি কিনে দিয়েছেন সলমন। কিন্তু পবিত্র রীতি মেনেই নাকি নতুন গাড়ি কিনেছেন প্রবীণ চিত্রনাট্যকার। ধনতেরসে গাড়িটি পুজো করে বাড়িতে স্বাগত জানিয়েছেন তাঁরা। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পুরোহিত ফুলের মালা পরিয়ে দিচ্ছেন গাড়িতে। পরিবারের অন্য সদস্যদের দেখা গেলেও এই ভিডিয়োতে সেলিম ও সলমনকে দেখা যায়নি। সেলিমের কেনা মার্সিডিজ় বেনজ়-এর দাম ১.৫৭ কোটি টাকা।

বুধবার মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে সলমনের জন্য নতুন করে হুমকি আসে। তবে সেই হুমকি কে বা কারা দিয়েছেন, এখনও স্পষ্ট নয়। মুম্বইয়ের ওরলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু হয়েছে।

গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি পেয়েছেন সলমন। এমনকি ভাইজানের বাড়ি গ্যালাক্সির সামনেও গুলি চালায় লরেন্স বিশ্নোইয়ের দল। সলমনের ঘনিষ্ঠেরাও রয়েছেন নিশানায়, এমন হুমকিও এসেছে। গত ১২ অক্টোবর গুলি করে খুন করা হয় সলমন-ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে। খুনের দায় স্বীকার করে বিশ্নোই গ্যাং। বাবা সিদ্দিকির ছেলে জ়িশান সিদ্দিকিও খুনের হুমকি পেয়েছেন। তিনি মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার অফিসে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে জ়িশানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সলমনের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

Salman Khan Salim Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy