এমনিতে সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন অভিনেতা নাগ চৈতন্য। কিন্তু প্রাক্তন স্ত্রী সমান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হঠাৎই যেন প্রকট হলেন নাগ। অভিনেতার পোস্ট দেখে দুয়ে দুয়ে চার করছেন নেটাগরিকেরা।
১ ডিসেম্বর রাজের সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সমান্থা। নাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি জানিয়েছিলেন, আর হয়তো কাউকে ভালবাসতে পারবেন না। কারণ, তাঁর মনের দরজা বন্ধ। একাধিক বার সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়তে দেখা গিয়েছে তাঁকে। যদিও তিনি বার বার বলে এসেছেন, তাঁর কাছে ভালবাসার গুরুত্ব অনেক। অবশেষে মনের বন্ধ দরজা খুলে সেখানে স্থান দিয়েছেন রাজকে। বিয়ে সেরেছেন তাঁরা।
সমান্থার বিয়ের ছবি সামনে আসতেই নাগ সমাজমাধ্যমে লেখেন, ‘‘একজন অভিনেতা যদি সৃজনশীলতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং নিজের সেরাটা দিয়ে কাজ করেন, তবে মানুষ তাঁর কাজের সঙ্গে একাত্ম অনুভব করে। তারা সেই শক্তিটা গ্রহণও করে, আবার ফিরিয়েও দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ ‘ধূতা’। এই ছবির দু’বছর পূর্ণ হল।’’ এমনিতে খুব একটা কিছু পোস্ট করেন না নাগ। কিন্তু সমান্থার বিয়ের দিনে এমন পোস্ট দেখে নেটাগরিকদের অনেকেই জানতে চেয়েছেন, হঠাৎ কেন এমন পোস্ট করলেন তিনি! কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, “নাগ কি কোনও প্রতিযোগিতায় নামলেন?”