১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করলেন সমান্থা রুথ প্রভু। এ বার রাজ নিদিমোরুর সঙ্গে। গত বছর থেকে তাঁর ও রাজের সম্পর্কে নিয়ে যে আগল ছিল সেটা আলগা করছিলেন ক্রমশ। অবশেষে ২০২৫-এর শেষ মাসে বিয়ে। সমান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বার বিয়ে করেছিলেন শ্যামলী দে নামের এক বাঙালি মেয়েকে। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। রাজ ও সমান্থার বিয়ের দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শ্যামলী।
আরও পড়ুন:
২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্যামলী। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। রাজ নিদিমোরুর ছবিতে অভিনেতাদের নির্বাচন করার ক্ষেত্রেও শ্যামলীর ভূমিকা ছিল। অন্য দিকে, রাজ নিদিমোরুর সঙ্গে ‘ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’-এর মতো বেশ কিছু কাজ করেছেন সমান্থা। তাই শ্যামলীর সঙ্গেও সমান্থার পরিচয় রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।
যদিও গত এক বছরে যতবার সমান্থার সঙ্গে রাজের ছবি দেখেছেন, তত বার ফুঁসে ওঠেন শ্যামলী। বিয়ের দিনেও কটাক্ষ করতে ছাড়েননি সমান্থা ও রাজকে।