‘দ্বিতীয়’ বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। চর্চার জন্য এটুকুই যথেষ্ট। কখনও তাঁদের অতীত তাঁদের নিয়ে বিতর্কে ইন্ধন জুগিয়েছে। কখনও রাজের প্রথম স্ত্রী শ্যামলীর কটাক্ষ। এ বার নাকি কাঠগড়ায় তাঁদের বয়সের ফারাক!
এই প্রজন্মের মতে, নবদম্পতির বয়সের ফারাক একটু বুঝি বেশি! যা এই সময়ে তুলনায় কম দেখা যায়। বিষয়টি নজরে আসতেই সমান্থা-রাজকে নিয়ে ফের চর্চা শুরু।
দম্পতির কার বয়স কত? ১৯৮৭-র ২৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম সমান্থার। সেই অনুযায়ী অভিনেত্রীর এখন ৩৮ বছর। অন্য দিকে, রাজের জন্ম ৪ আগস্ট, ১৯৭৯। হিসাব বলছে, উভয়ের বয়সের পার্থক্য আট বছর। বয়সের এই পার্থক্যই কি তাঁদের সম্পর্ককে ছাঁদনাতলায় পৌঁছে দিল? এমন প্রশ্নও শোনা যাচ্ছে তাঁদের অনুরাগীদের মধ্যে।
২০২২ সালে সমান্থা-রাজ তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেন। শোনা যায়, তারও আগে থেকেই নাকি পরস্পর পরস্পরকে চিনতেন। তিন বছরের মাথায় গুঞ্জন সত্যি করে বিয়ের সিদ্ধান্ত নেন উভয়ে। খবর, ১ ডিসেম্বর সপ্তাহের প্রথম দিনে লিঙ্গ ভৈরবী মন্দিরে গোপনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে উভয়পক্ষের মোট ঘনিষ্ঠ ত্রিশ জন উপস্থিত ছিলেন।