নতুন সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। গত কয়েক দিন ধরে এই জল্পনা চলছে বিনোদন দুনিয়ায়। নাগ চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। তার পরে বয়ে গিয়েছে অনেক জল। বর্তমানে শোভিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার করছেন নাগ। এর মধ্যে নিজের মনের মানুষও নাকি খুঁজে পেয়ে গিয়েছেন সামান্থা। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি প্রেম করছেন দক্ষিণী অভিনেত্রী। এই জল্পনার মাঝেই চর্চায় উঠে এসেছে রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের মন্তব্য।
শ্যামলী সরাসরি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু নেটাগরিকের অনুমান, শ্যামলীর পোস্টের নিশানায় সামান্থা। শ্যামলী তাঁর সমাজমাধ্যমে লেখেন, “সময় সবার আসল রূপ বার করে আনে। কর্ম কাউকে ছাড়ে না। এই ব্রহ্মাণ্ডই তোমাকে বিনয়ী করে তুলবে।”
আরও পড়ুন:
এর আগেও একদিন শ্যামলী লেখেন, “ভাল কর্ম করুন। মানুষের সাহায্য করুন। মানুষের সঙ্গে ভাল আচরণ করুন।” সামান্থা ও রাজের খবর প্রকাশ্যে আসতেই একের পর এক পোস্ট করছেন শ্যামলী দে। সামান্থা কিছু দিন আগেই একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, রাজের কাঁধে মাথা রেখেছেন সামান্থা। সেই ছবিই স্পষ্ট করে দিয়েছিল, সামান্থা ও রাজ প্রেম করছেন।
বাঙালি পরিবারের মহিলা শ্যামলী। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।