বিগ বসের বাড়িতে দু’সপ্তাহ কাটিয়ে ফেললেন সেলেবরা। গতকাল রবিবার ওই গেম শো থেকে বেরিয়ে গিয়েছেন কোরিওগ্রাফার স্যান্ডি। কিন্তু অভিনেত্রী এনার সঙ্গে তাঁর প্রেম বেশ জমে উঠেছিল। কম্বলের তলায় লুকিয়ে চুমু হোক বা ওপেন স্পেসে এনাকে মাসাজ— সবই বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন বাড়ির অন্যান্য সদস্যরা। ডিজিটাল জানলার মাধ্যমে তা নজরে পড়েছিল দর্শকদেরও। তাই গত সপ্তাহে বাড়ি ছাড়ার জন্য নমিনেটেড হলেও স্যান্ডি যে বাদ পড়ে যাবেন এমন আশঙ্কা খুব একটা ছিল না। কারণ স্যান্ডি বাদ পড়া মানে এনার সঙ্গে প্রেমের আপাতত ইতি।
আরও দেখুন, বিগ বস বাংলা দেখছেন তো? কাকে পছন্দ?
কিন্তু সেই আশঙ্কাই সত্যি হল। দর্শকদের ভোট সবচেয়ে কম পাওয়ায় বাদ পড়লেন স্যান্ডি। আর সে কারণে কেঁদে ভাসালেন এনা। বললেন, ‘‘আমি তো এ বার এখানে ঘুমোতেও পারব না।’’
এখন প্রশ্ন একটাই, বিগ বসের ঘরে সত্যিই কি এনা একা হয়ে যাবেন? নাকি আরও একটা জমাটি প্রেম করবেন নায়িকা?
এনার সঙ্গে একান্তে স্যান্ডি।