জন্মদিন কাটানোর কয়েক সপ্তাহ পরেই হঠাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলার। নিজের পরিবারের কথাই সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি । যা দেখে অনেকের প্রশ্ন, বাড়িতে সব ঠিক আছে তো!
সপ্তাহ দু’য়েক আগে জন্মদিন কাটিয়েছেন ত্রিশলা। এর কিছু দিন পরেই হঠাৎ তিনি সমাজমাধ্যমে লেখেন, “শরীরে এক রক্ত বইলেই যে, জীবনে তাঁকে স্থান দিতে হবে এমন কথা নেই। কখনও কখনও সবচেয়ে ক্লান্তিকর, গুরুত্বহীন মানুষই ‘পরিবার’ নামক তকমা নিয়ে ঘুরে বেড়ায়। নিজের শান্তি রক্ষা করার দায়িত্ব নিজের। যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারেই যোগাযোগ বন্ধ করে দেওয়ার অধিকার সকলের আছে। পরিবারের সম্মানরক্ষার থেকে নিজের মানসিক স্বাস্থ্য ভাল রাখার চেষ্টা করার অধিকারও মানুষের আছে।”
ত্রিশলার ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।
অনেকেরই প্রশ্ন, সরাসরি ‘পরিবার’ বলে কি তবে বাবাকেই নিশানা করলেন সঞ্জয়-কন্যা? তিনি আরও লেখেন, “কারণ ‘পরিবার’ মানেই তাঁরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার, চালাকি করার বা অপরাধ বোধ চাপিয়ে দেওয়ার অধিকার পেয়ে যান না। যাঁরা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছেন, তাঁদের জীবনে প্রবেশাধিকার দেওয়ার দরকার নেই। তাঁরা আপনাকে বড় করে তুললেও, প্রয়োজন নেই।”
২৯ জুলাই ৬৬ বছরে পা দিয়েছেন সঞ্জয়। মেয়ে ত্রিশলার থেকে শুভেচ্ছা পেয়েছিলেন অভিনেতা। পুরনো একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “প্রত্যেক দিন তোমাকে আরও বেশি ভালবাসি”। এর পর ১০ অগস্ট মেয়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভোলেননি সঞ্জয়। ১৯৯৬ সালে মস্তিষ্কে টিউমার হয়ে মৃত্যু হয় অভিনেতার প্রথম স্ত্রী রিচা শর্মার। তাঁদের মেয়ে ত্রিশলা, আপাতত মার্কিন মুলুকের বাসিন্দা।