Advertisement
E-Paper

অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীর সঙ্গে জুড়ছেন সঞ্জয়, ‘হেরা ফেরি ৩’ ছবিতে কোন ভূমিকায় তারকা?

প্রায় দু’দশক পরে পর্দায় ফিরছে ‘হেরা ফেরি’ ত্রয়ী। কলাকুশলীর সঙ্গে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে, খোলসা করলেন অভিনেতা নিজেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১০:১৬
Sanjay Dutt to play a blind villain in Hera Pheri 3, reveals film shoot is going to begin soon.

‘হেরা ফেরি ৩’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

প্রায় দু’দশকের অপেক্ষা। এত দিনে ফোন গিয়েছে সঠিক নম্বরে। ‘হেরা ফেরি ৩’ ছবিতে একসঙ্গে পর্দায় ফিরছে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ী। ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির টিজ়ার শুট। সমাজমাধ্যমে দেখতে পাওয়া গিয়েছে শুটিং ফ্লোরের সেই ছবিও। আগেই খবর পাওয়া গিয়েছিল, ‘হেরা ফেরি ৩’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দিন কয়েক আগে সেই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা নিজেই। এ বার নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা।

‘হেরা ফেরি ৩’ চরিত্রে খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে সঞ্জয় দত্তকে। চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, এক অন্ধ ডনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সঞ্জয় বলেন, ‘‘এটা বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র। চরিত্রটা অনেকটা ‘ওয়েলকাম’ ছবিতে ফিরোজ় খানের চরিত্রের মতো। আশা করছি, দর্শক আরডিএক্স চরিত্রের মতো এই চরিত্রকেও ভালবাসবেন।’’ প্রসঙ্গত, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজ়ির পরের ছবিতেও সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি জুটিকে দেখা যাওয়ার জল্পনা রয়েছে বলিপাড়ায়।

‘হেরা ফেরি ৩’ ছবিতে নিজের আইকনিক ‘বাবু ভাইয়া’র চরিত্রেই ফিরছেন পরেশ রাওয়াল। খবর, ফারহাদ সামজি পরিচালিত ছবিতে দেখা যেতে পারে কার্তিক আরিয়ানকেও। চলতি বছরেই লস অ্যাঞ্জেলেস, দুবাই ও আবু ধাবিতে শুটিং হতে চলেছে ছবির। অন্য দিকে খবর, ‘হেরা ফেরি ৩’ নয়, ফ্র্যাঞ্চাইজ়ির পরের ছবির নাম হতে চলেছে ‘হেরা ফেরি ৪’। ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি হওয়া সত্ত্বেও ছবির নাম ‘হেরা ফেরি ৩’-এর বদলে ‘হেরা ফেরি ৪’ কেন? শোনা যাচ্ছে, সেটাই নাকি ছবির চিত্রনাট্যের মূল নির্যাস। প্রায় দু’দশক পরে পর্দায় ফিরছে রাজু, শ্যাম ও বাবুরাও। এত দিন কি করছিল তারা? কোথায় ছিল? সেই প্রশ্নের উপর নির্ভর করেই গল্প বাঁধছেন ছবি নির্মাতারা। ত্রয়ীর আজব সব কাণ্ডকারখানার চোটেই নাকি তাদের হাতের নাগালে পাওয়া যায়নি এত দিন। তাই অগত্যা তিন পেরিয়ে চার নম্বর অধ্যায়ে এসে তাদের গল্প বলছেন ছবি নির্মাতারা।

Sanjay Dutt Hera Pheri 3 Akshay Kumar Suniel Shetty Paresh Rawal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy