বলিউডের সহকর্মীদের নিয়ে নানা সময় নানা অভিযোগ নিয়ে এসেছেন তিনি। বিতর্কের জন্যই এখন শিরোনামে দেখা যায় তাঁকে। সেই কঙ্গনা রানাউতের গলায় এ বার অন্য সুর। এক অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘থালাইভি’।
কোন অভিনেত্রী মন জয় করলেন কঙ্গনার?
সানিয়া মলহোত্র। ‘পগলৈট’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে কঙ্গনাকে। সে কথাই গত শুক্রবার টুইটের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। সানিয়ার ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘ও খুবই ভাল। আমি খুশি যে মানুষ ওর প্রতিভাকে চিনছে। আমি শুনলাম, নেটফ্লিক্সে 'পগলৈট' খুব ভাল সারা পাচ্ছে। শুভেচ্ছা সানিয়া। এই সব কিছু এবং তার থেকেও বেশি তোমার পাওনা। অনেক ভালবাসা তোমার জন্য’।