খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সদ্যপ্রয়াত সতীশ শাহের পরিবার। শনিবার ৭৪ বছর বয়সে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। খবর, কিডনি সংক্রান্ত অসুস্থতাই মৃত্যুর কারণ। রবিবার সংবাদমাধ্যমে প্রকাশ, দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়ছেন সতীশ-পত্নী মধু শাহও। অনেক দিন ধরে তিনি অ্যালঝাইমার্সে আক্রান্ত।
সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন সতীশের দীর্ঘ দিনের বন্ধু এবং অভিনেতা শচীন পিলগাঁওকর। সদ্যপ্রয়াত অভিনেতার শেষ কয়েকটা দিনের কথা বলতে গিয়ে তিনি জানান, ভাল নেই অভিনেতা-পত্নীও। সতীশ চাইতেন, তিনি যেন দীর্ঘজীবী হন। তাঁর হৃদ্রোগ ছিল। তিনি বাইপাস সার্জারি করিয়ে সুস্থ ছিলেন। একই ভাবে তিনি কিডনি বিকল হওয়ার পরে নিয়মিত ডায়ালিসিস করাতেন। পাশাপাশি, কিডনি প্রতিস্থাপনও করিয়েছিলেন। কারণ, সতীশের মনে হয়েছিল, অসুস্থ স্ত্রী মধুর দেখভাল করতে গেলে তাঁকে আরও বহুদিন বাঁচতে হবে।
সতীশের সঙ্গে শচীনের বন্ধুত্ব দীর্ঘ দিনের। তিনি দেখেছেন, নিজের শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি স্ত্রী মধুর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যাও সতীশ নিজে সামলাতেন। এক দিনের জন্যও স্ত্রীর এই অসুস্থতাজনিত সমস্যা তাঁকে বিব্রত বা বিরক্ত করেনি। সদ্যপ্রয়াত অভিনেতা বরাবর সহানুভূতির সঙ্গে স্ত্রীকে আগলে রাখতেন।