Advertisement
০৫ ডিসেম্বর ২০২২
Parambrata Chatterjee

ব্যোমকেশ-অজিত জুটিতে এবার পরম-রুদ্র, মুক্তি পেল টিজার

গত কয়েক বছরে দুর্গাপুজো এবং ব্যোমকেশ যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রতি পুজোতেই নতুন নতুন রহস্যের জট কাটাতে হাজির হন ব্যোমকেশ। পাশে থাকেন বরাবরের সঙ্গী অজিত। তবে, এই ছবিটিতে কাস্টিং, প্রযোজনা সংস্থা, পরিচালক সবেতেই থাকছে নতুন মুখ।

পরমব্রত এবং রুদ্রনীল

পরমব্রত এবং রুদ্রনীল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৩
Share: Save:

বড় পর্দায় ফিরছে ব্যোমকেশ। থাকছেন অজিতও।আবির চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত-র পর এবার সত্যান্বেষণে নামেছেন নতুন ব্যোমকেশ-অজিত জুটি। ব্যোমকেশের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং অজিতের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষ-কে। ছবির নাম 'সত্যান্বেষী ব্যোমকেশ'। শনিবার মুক্তি পেল ছবির টিজার।

Advertisement

গত কয়েক বছরে দুর্গাপুজো এবং ব্যোমকেশ যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রতি পুজোতেই নতুন নতুন রহস্যের জট কাটাতে হাজির হন ব্যোমকেশ। পাশে থাকেন বরাবরের সঙ্গী অজিত। তবে, এই ছবিটিতে কাস্টিং, প্রযোজনা সংস্থা, পরিচালক সবেতেই থাকছে নতুন মুখ। পুরনো মুখ বলতে রয়েছেন অঞ্জন দত্ত। ছবির টিজারেও তাঁর উপস্থিতি উজ্জ্বল।

দেখে নিন টিজার-

Advertisement

'মগ্নমৈনাক' গল্প অবলম্বনে অঞ্জন দত্তের চিত্রনাট্যেই আস্থা রেখেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এর আগে সায়ন্তনের পরিচালনায় ওয়েব সিরিজে 'ব্যোমকেশ'-এর ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে।

আরও পড়ুন-প্রথম দিন বক্স অফিসে ‘সাহো’-র ঝুলিতে কত এল জানেন?

আরও পড়ুন- বাংলায় এ বার ড্রাগ ট্রিপ ফিল্ম, দেখা যাবে ওয়েব সিরিজে

অঞ্জনের ব্যোমকেশ বরাবর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অনুসারী। সায়ন্তনও চেয়েছেন গল্পের বিশুদ্ধতা বজায় রাখতে। নতুন ব্যোমকেশ-অজিত জুটিকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও। রহস্যের ঘনঘটায় হারিয়ে যাওয়া সত্যকে খুঁজে বার করতে পুজোর মরসুমেই ফিরছে ওই নতুন সত্যান্বেষী জুটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.