Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

Sayantani Ghosh: লাল বেনারসি, সিঁদুর টিপ আর চন্দনের কল্কা ছাড়া বাঙালি কনে হয় না: সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০১ ডিসেম্বর ২০২১ ১২:৪৫
৫ ডিসেম্বর কলকাতায় বিয়ে অনুরাগ-সায়ন্তনীর।

৫ ডিসেম্বর কলকাতায় বিয়ে অনুরাগ-সায়ন্তনীর।

বিয়ের মরসুম বলিউডে। জমিয়ে আনন্দ করতে সাধারণ থেকে তারকা, বহু জন এই ঋতুকেই বেছে নেন বিয়ের জন্য। সেই পথেই হাঁটতে চলেছেন বলিউডের ছোট পর্দার দুই তারকা সায়ন্তনী ঘোষ-অনুরাগ তিওয়ারি। খবর, বাঙালি রীতি মেনে ৫ ডিসেম্বর কলকাতায় বিয়ের সানাই বাজবে বাঙালি কন্যের বাড়িতে। বউভাত হবে জয়পুরে, শ্বশুরবাড়িতে। আরব সাগর তীরের মায়া নগরীতে যেখানে দু’বেলা প্রেম ভাঙেগড়ে সেখানে নয় নয় করে আট বছর তাঁরা একে অন্যের সঙ্গে কাটিয়েছেন!

বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সায়ন্তনীর দাবি, এটাই তাঁদের ভাল থাকার মন্ত্র। এই ভালবাসাই তাঁদের বিয়েতেও রোশনাই ছড়াবে। খুব সাদামাঠা, আন্তরিক ভাবেই বাঙালি আচার মেনে চার হাত এক হতে চলেছে। অতিমারি এখনও দেশ থেকে বিদায় নেয়নি। তাই দুই পরিবারের সদস্য আর খুব কাছের কিছু মানুষ আমন্ত্রিত। বাঙালি মতে বিয়ে। বাঙালি খানা থাকবে? প্রশ্ন শুনেই গোপন তথ্য ফাঁস বিয়ের কনের। দাবি, ‘‘মাকে আগে থেকে বলে রেখেছি, আর কিছু না হোক আইসক্রিম আর পান যেন থাকে। ওই দুটো পদ আমার চাইই। বিয়ে করে ওই দুটোই বেশি করে খাব।’’

Advertisement

বিয়ের সন্ধে বেলা কেমন সাজবেন সায়ন্তনী? সেখানেও ষোলআনা বাঙালিয়ানা। জমকালো লেহেঙ্গা নয়, ছোট পর্দার বড় তারকা বেছে নিয়েছেন লাল টুকটুকে বেনারসি। সঙ্গে মানানসই সোনার গয়না। যুক্তি, ‘‘লাল বেনারসি, সিঁদুর টিপ, চন্দনের কল্কা, চোখে চওড়া কাজলের টান, সোনার গয়না ছাড়া বাঙালি কনেকে মানায়? গত বছর আমার ঠাকুমা ওঁর বেনারসি দিয়ে গিয়েছিলেন। ওটা পরেই বিয়ের পিঁড়িতে বসব।’’

পরে মুম্বইতেও তারকা বন্ধুদের জন্য উদযাপনের আয়োজন করবেন সায়ন্তনী-অনুরাগ।

আরও পড়ুন

Advertisement